শতভিষা দত্ত, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি, ২০২২। সাইবার নিরাপত্তা নিশ্চিত করার কথা সর্বস্তরে প্রতি মুহূর্তে বলা হলেও এবং তা বেড়ে চলেছে। লকডাউনের সময় অপরাধের পরিমাণ বাড়ে। আজ শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আলোকপাত করা হয়। ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং এর ব্যবস্থাপনায় হল এই অনুষ্ঠান। বিভিন্ন প্রশ্নের উত্তরে আয়োজকদের তরফে জানানো হয়েছে, শীঘ্রই এক ফরেন্সিক ল্যাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সংস্থার এম ডি সন্দীপ সেনগুপ্ত বলেন, সাইবার অপরাধ রুখতে এবং এ নিয়ে সচেতনতার জন্য ধারাবাহিক ভাবে চলছে প্রশিক্ষণ। সরকারি কর্মী থেকে শিক্ষকদের ট্রেনিং এর পাশাপাশি পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত স্তরেও ইতিমধ্যে উপযুক্ত অনুশীলন দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, স্নাতক স্তরে “বি এস সি ডিজিটাল ফরেন্সিক কোর্স” পূর্বাঞ্চলে প্রথম চালু হয়েছে।
গুজরাটে এই পাঠক্রমের জন্য পড়ুয়াদের যেতে হতো। এখন থেকে বাংলায় অর্থাৎ এই রাজ্যে এই বিষয়ে পড়া যাবে। মহিলা, সিনিয়র সিটিজেন, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরও এব্যাপারে অগ্রাধিকার মিলবে বলে ঘোষিত হয়। সাইবার ক্রাইম এর প্রেক্ষিতে ১৬ লক্ষ এস এম এস, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপ দ্বারা তথ্য নিরাপত্তার স্বার্থে মানুষকে সচেতন করা হয়েছে। রাজ্য সরকারের সাথে যৌথভাবে এই প্রয়াস নেওয়া হয়েছে।
Be First to Comment