অশোক রায় : কাহিনীকার অভিনেতা ও চিত্রনাট্যকার, কলকাতা, ৩১ মার্চ, ২০২৫। কোথায় যেন পড়েছিলাম…হাসির ছবি করতে করতে কৃষ্ণেন্দু কি তবে বাংলার ‘প্রিয়দর্শন’ হয়ে উঠছেন ? বেশ খানিকটা প্রমাণ পেলাম ‘হাঙ্গামা ডট কম’ ছবির প্রিমিয়ারে গিয়ে। সদলবলে বহুদিন এমন ছবি দেখিনি হলফ করে বলতে পারি। বাংলা ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘হাঙ্গামা ডট কম’। এই ছবির সম্পদ হোল সংলাপ।
বাঙাল-ঘটি ইমোশন – মোহনবাগান – ইস্টবেঙ্গল, চিংড়ি- ইলিশ, এ যেন এক চিরকালীন অম্ল-মধূর সম্পর্ক। ফুটবল খেলার তর্ক বিতর্কে মুখ দেখা দেখি বন্ধ। সপরিবারে এমন ছবি দেখতে আসার মজাটাই আলাদা। এই ছবি সেই সুযোগ করে দিল। আর ছবির ডায়ালগ মন দিয়ে শুনলে অনেক কিছু পাবেন। দারুন কমেডি বানিয়েছেন প্রযোজক রিকি ভাই SS3 Entertainment । ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার Tarana Mahjabin । ২০২২ শে মহরৎ ২০২৫ শে মুক্তি। একটু দেরীতে হলেও অপেক্ষার ফল মিষ্টি লাগল। সত্যি কথা বলতে কী, এই ব্যস্ত জীবনে সামান্য বিনোদন যদি না থাকে, সেক্ষেত্রে সত্যিই বড় কষ্ট হয়। সেক্ষেত্রে ১০১% শতাংশ সফলতার মুখ দেখবে এই ছবি। কারণ বেশিরভাগ মানুষের কাছেই সিনেমা দেখাটা একাধারে শিক্ষা ও বিনোদনের একটা বড় অংশ বলে আমার মনে হয়।
পঞ্চাশের দশকে একসময় প্রেমেন্দ্র মিত্রের গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ‘ওরা থাকে ওধারে’ (They Live That Side) বলে একটি বাংলা রোমান্টিক হাসির চলচ্চিত্র যা সুকুমার দাশগুপ্ত পরিচালনা করেছিলেন। এই চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন, উত্তম কুমার, ছবি বিশ্বাস, ভানু বন্দ্যোপাধ্যায় এবং ধীরাজ ভট্টাচার্য। এই কাহিনীতে ঘটি এবং বাঙাল পরিবারের মধ্যে বিরোধ ছিল তুঙ্গে। অবশেষে তাদের লড়াই প্রেমের সম্পর্ক দিয়ে শেষ হয়। অসাধারণ ছবি। সেখানে ছিল একটি প্রেম আর এখানে একজোড়া। সম্রাট-অর্চনা, অভিমন্যু-পূজা— দুই জোড়া ভাইবোনের জীবনের প্রেমকাহিনী আধুনিক মোড়কে পরিচালক সাজিয়েছেন চমৎকার ভাবে। আমার অন্যতম প্রিয় মানুষ, পরিচালক কৃষ্ণেন্দু বাবুর সেন্স অফ হিউমারের প্রশংসা যে কেউ করবেন। আর প্রিয় প্রযোজক রিকিভাই -এর যোগ্য সহযোগিতায় ছবি জমজমাট।
সম্পর্কে যদি বাধা না আসে তাহলে কি আর প্রেম জমে? রজতাভ দত্ত ও খরাজ মূখার্জী পুরোদস্তুর এই মর্ডান ‘রোমিও-জুলিয়েট’ দের বাধার প্রাচীর। দুজনের এত জীবন্ত অভিনয় বহুদিন দেখিনি।আর সংসারে ‘মিলালেই মিলিবে’র প্লানে দুই মা ও ঘরনী লাবনী সরকার ও তুলিকা দাস যোগ্য সঙ্গত করেছেন। আর RUM সিং চরিত্রে বিশ্বনাথ যেন এই চিত্রনাট্যে ‘দিলদার’। ধর্ম-রাজনীতি-দর্শন সব তার ‘রাম’ দর্শনে এবং সর্বশেষ উত্তরণ ‘বাংলা’য়। ‘রোমিও-জুলিয়েট’ দের চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়কে ভীষণ প্রাণবন্ত লাগে। ঘটকের আধুনিক সংস্করণ ‘প্রফেশনাল হেল্পলাইন’ বস চরিত্রে ঋষিরাজ ও তার প্রধান চ্যালা’র অভিনয় এ ছবির বড় প্রাপ্তি। স্বল্প পরিসরে দুই ‘দিশি ডাকাত’ দারুণ। সব মিলিয়ে দর্শকদের প্রত্যাশা পূরণ করবে এই ছবি। যারা এখনও দেখেননি ঝটপট দেখে ফেলুন। আমি তো আবার দেখব। এ ছবি দু’চারবার দেখা যায়।
#hangamadotcom is releasing on 30th March
Be First to Comment