*পাপ*
অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সংগীতশিল্পী
বিশ্বাস অবিশ্বাস দুটোই আসে অন্ধ হয়ে
শুধু শান্তি ভজনা তে মন ভরেনা
আসে অসুয়া হৃদয়ের হলা উপছে পড়ে যখন তখন
শিক্ষা, সংস্কৃতি, রুচিতে কামড় দ্যায় যখন তখন
তিক্ত হয়ে ওঠে জিভের ডগা,স্বাদ খোঁজে যখন তখন
কাছের সান্নিধ্য অসহ্য
কার্নিশ বেয়ে দৃষ্টি ছুটে যায়
বন্ধ জানালায় আহত ভিজে নগ্ন ইচ্ছে
পাপ বোধ গদ্যের আশ্রিত
কথা যেন ভাড়াটে খুনি, কবিতা মরবে এবার
রোগে রোগা মানুষ জ্বলে পুড়ে ছাই, তবু চাই আরো চাই
শরীর বিশ্রাম চায়, নরম বালিশে মাথা
কানের কাছে ফিশফিশ,”কিছূ খেতে ইচ্ছে করছে কি”!
মন বেরিয়ে আসে দেহ থেকে, বলে
“একটা সিগারেট যদি, স্কচ টা তো রয়ে গেল, আর ওইযে,ভিজে নগ্ন ইচ্ছে”!
দৃষ্টি ছুটে যায় যখন তখন একসময় সব স্থির
বাড়িতে কান্নার রোল ওঠে
অর্ধনারীশ্বর মুচকি হাসে।






















Be First to Comment