নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৩ এপ্রিল, ২০২৫। বসাক ইন্টিরিয়র’ নিবেদিত ও ‘রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান’ পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জী, আয়োজক অবসমাজের উজ্জ্বল গুনী ব্যক্তিবর্গ।পুরস্কৃত হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য। মৃণাল চক্রবর্তী এবং রেডিও জকি রাজা-র মতো বিশিষ্ট দুই ব্যক্তির হাতে ‘বঙ্গ পুরুষ সম্মান ২০২৫’ প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী (হালদার)।
গত ২০ এপ্রিল রবিবার সন্ধ্যায় কলকাতার ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ ‘আই সি সিআর’-এ ১৯ জন নিজ ক্ষেত্রে কৃতবিদ্য পুরুষের হাতে তুলে দেওয়া হল এই পুরস্কার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে পাঞ্চালি মুন্সী (হালদার) জানান, “নিজ হাতে বিদগ্ধ ব্যক্তিদের পুরস্কৃত করতে পেরে কৃতার্থ বোধ করছি।
Be First to Comment