Press "Enter" to skip to content

রূপকথার ইতিহাসে সোনার মোহনবাগান

Spread the love

শিখা দেব : কলকাতা, ১২ এপ্রিল, ২০২৫। আইএসএল ফুটবলের ইতিহাসে সোনার অক্ষরে নাম লিখিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্টস। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে রাতের রঙ বদলে গিয়ে সবুজ-মেরুন হয়ে গেল। জ্বলে উঠল রঙমশাল। সবুজ মেরুন আবিরে মাখামাখি।জয়ের উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। কাপ ফাইনালে মোহনবাগান ২-১ গোলে বেঙ্গালুরু এফ সি-কে হারিয়ে বাজিমাত করল। লিগ শিল্ড জয়ের পরে কাপ জিতে অনন্য নজির গড়ল মোহনবাগান। খেলার প্রথম পর্বে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের সবুজ-মেরুন ব্রিগেড গোল করে সমতা ফেরায়। নির্দিষ্ট সময়ে আর গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে মোহনবাগান গোল করে কাপ জিতে নিয়ে নজির গড়ল।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.