Last updated on February 9, 2022
শ্রীজিৎ চট্টরাজ / গোপাল দেবনাথ: কলকাতা, ৮ ফেব্রুয়ারি, ২০২২। রবীন্দ্রনাথের শেষের কবিতায় অমিত রে বলেছিলেন, ফ্যাশন মুখোশ, স্টাইল মুখশ্রী।লেখক ব্যাখ্যা দেন, যাঁরা নিজেদের মন রেখে চলেন, তাঁরা স্টাইলে বিশ্বাসী, আবার যাঁরা সমাজের অনুসরণ করেন তাঁরা ফ্যাশনে বিশ্বাসী। বিশ্ব বিপণনের দুনিয়ায় আজ সৌন্দর্য চেতনার নতুন সংজ্ঞা নির্ধারিত হয়েছে। দেশ সহ আমাদের রাজ্যেও এর প্রভাব পড়েছে। তাই সিনেমা, সিরিয়াল, ও মডেলিংয়ের দুনিয়ায় অতি প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে গ্রুমিং।
বিশ্বের সর্বত্রই মডেলিং এখন একটি গুরুত্বপূর্ন পেশা। গত ৭ ফেব্রুয়ারি সোমবার কলকাতার প্রেসক্লাবে রায় অ্যান্ড রায় এন্টারটেনমেন্ট আয়োজন করে এক সাংবাদিক সম্মেলনের। সেখানেই এই সংস্থার তরফে ডি কুইন বিউটি প্যাজেন্ট এর কথা ঘোষণা করেন সেইসাথে আনুষ্ঠানিক ভাবে সংস্থার পথ চলা শুরু হলো। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার দুই প্রাণপুরুষ রাজা রায় ও অভিষেক রায়, প্রতিযোগিতার পরিচালক তুহিনা পাণ্ডে, মডেল নিক রামপাল, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি,অভিনেতা বিপ্লব দাশগুপ্ত এবং বৈদিক ভিলেজের আধিকারিক শৌনক বাগচি।
শো ডিরেক্টর তুহিনা পাণ্ডে জানালেন, ইঞ্জিনিয়ার হিসেবে পেশাগত পরিচয় থাকলেও প্যাশন তাঁর মডেলিং। এই মুহূর্তে প্রায় ১৫ বছরের অভিজ্ঞতার নিরিখে বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতার পরিচালনায় কাজ করেছেন। এখন ডাক পেয়েছেন এই সংস্থার তরফে। তুহিনা চান, আর দশটা প্রতিযোগিতার বাইরে গিয়ে ডি কুইন অনুষ্ঠান তিনি নির্মাণ করবেন।
সৌন্দর্য প্রতিযোগিতা মানে শুধু সুন্দর মুখ বা আকর্ষণীয় শারীরিক গঠন নয়। নারীর সার্বিক বিকাশের ক্ষেত্রেও প্রতিযোগিতাকে পৌঁছে দিতে হবে।
সংস্থা আশা করছে প্রায় একশ প্রতিযোগী যোগ দেবেন।থাকবে দুটি বিভাগ। একটি বিভাগে থাকবেন অবিবাহিত নারীরা। যাঁদের বয়স সীমা নির্ধারিত হয়েছে ১৬ বছর থেকে ২৬। অপরটিতে থাকছে না কোনও বয়সসীমা।তবে সেই বিভাগটি শুধুমাত্র বিবাহিত, লিভ টুগেদারে কিম্বা একক জীবনে আছেন এমন নারীরা। প্রাথমিক নির্বাচনে বেছে নেওয়া হবে দুটি বিভাগে ৩০ জনকে।তারপর কয়েকটি স্তরের নির্বাচনের প্রেক্ষিতে চূড়ান্ত নির্বাচিত হবেন প্রথম তিনজন।
অভিনেতা বিপ্লব দাশগুপ্ত বলেন, যাঁরা প্রতিযোগিতায় সফল হবেন না তাঁদের যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ যুক্তিযুক্ত নয়। তাঁদেরও যেন অধিকার থাকে তাঁদের স্বীয় স্বীয় যোগ্যতাকে তুলে ধরার। সংস্থার সেই ক্ষেত্রেও সহায়ক হওয়া উচিত। তবেই এই ধরনের অনুষ্ঠানের ইতিবাচক ভূমিকা প্রতিষ্ঠিত হবে। সংস্থার পক্ষে জানানো হয়, মূল অনুষ্ঠান হবে বৈদিক ভিলেজে আগামী মার্চ মাসে।
Be First to Comment