Press "Enter" to skip to content

রবীন্দ্র প্রয়াণের আশিতম বার্ষিকীতে মোহর-বীথিকা অঙ্গন- শান্তিনিকেতনের, অনন্য নিবেদন ‘শ্রাবণ আকাশে’……।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১৮ জুলাই, ২০২১।  আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্র প্রয়াণের আশিতম বার্ষিকী উপলক্ষে মোহর-বীথিকা অঙ্গন, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এর নিবেদনে, এস.পি. ক্রাফ্ট, এলমহার্স্ট ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজ-এর সহযোগিতায় আয়োজিত হতে চলেছে ‘শ্রাবণ আকাশে’ মোট পাঁচটি ডিজিটাল সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মিলিত এক পরিবেশনা।

২১শে জুলাই—’দিনু ঠাকুর’।সংকলন-প্রিয়ম মুখোপাধ্যায়। অংশগ্রহণে প্রমিতা মল্লিক,সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, শ্রবন্তী বসু বন্দ্যোপাধ্যায়, রোহিণী রায়চৌধুরী, ঋতপা ভট্টাচার্য, শুভশ্রী প্যাটিল প্রমুখ। আগামী ২৫শে জুলাই-‘যাত্রী আমি’-গুরুদেবের শান্তিনিকেতন থেকে শেষযাত্রা স্মরণে থাকছেন সুপ্রিয় ঠাকুর, চিত্রলেখা চৌধুরী, আশিস ভট্টাচার্য, প্রমিতা মল্লিক, শর্মিলা রায়পোমো, শ্রেয়া গুহ ঠাকুরতা, চৈতালী দাশগুপ্ত, সৌমিত্র মিত্র, নীলাঞ্জনা সেন মজুমদার, সুজয় প্রসাদ চট্ট্যোপাধ্যায়,মধুবনী চট্ট্যোপাধ্যায়,সমীক পাল,সাশা ঘোষাল, রঞ্জিনী মুখোপাধ্যায় প্রমুখ।সঙ্গে থাকছে সাহিত্যিকার প্রযোজনায় নাটক ‘ডাকঘর’। ১লা অগস্ট- ‘নাট্যকলা ও রবীন্দ্রনাথ’ নিবেদনে সুজয় প্রসাদ চট্ট্যোপাধ্যায় ও এস.পি.সি.ক্রাফ্টস এর শিল্পীবৃন্দ। সংকলন- ৮ই অগস্ট- ‘বৃক্ষরোপণ ও হলকর্ষণ’ অংশগ্রহণে- আশ্রমিক সুপ্রিয় ঠাকুর, শুভ্রা ঠাকুর, বীথিকা মুখোপাধ্যায়, রূপক সাহা- কর্ণধার,শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, সুজয় প্রসাদ চট্ট্যোপাধ্যায়,প্রিয়ম মুখোপাধ্যায়, ঋতপা ভট্টাচার্য, অঙ্কন রায়, সৌম্যেন সেনগুপ্ত, শরণ্যা সেনগুপ্ত, মধুজা চট্টরাজ ও শান্তিনিকেতনের বিশিষ্ট শিল্পীবৃন্দ। যন্ত্রানুসঙ্গে সুতনু সরকার, সৌগত দাস, সত্যপ্রিয় রায়।

১৪ই অগাস্ট—বর্ষামঙ্গল অনুষ্ঠানে থাকবেন অদিতী গুপ্ত, শেখর গুপ্ত, মনীষা মুরলী, সোহিনী মুখোপাধ্যায়, শৌণক চট্ট্যোপাধ্যায়, চন্দ্রিমা রায়, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, উর্মীমালা গুপ্ত, অভীক মল্লিক,শ্রীধারা গুপ্তমল্লিক,সুদেষ্ণা সান্যাল রুদ্র,রোহিণী রায় চৌধুরী, সুরজিৎ গুহ ঠাকুরতা ও বিভিন্ন শিল্পীবৃন্দ।সব অনুষ্ঠানের সময় সন্ধ্যা ৭টা, শুধু ৮ অগষ্টের অনুষ্ঠান সকাল ৯টায়, দেখা যাবে মোহর-বীথিকা অঙ্গনের অফিসিয়াল ফেসবুক পেজে।

কারিগরী সহায়তায় অমিত দাস। সমগ্র অনুষ্ঠানটির ভাবনায় ঋতপা ভট্টাচার্য এবং প্রিয়ম মুখোপাধ্যায়।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *