নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ মে ২০২৩। আনন্দী কমিউনিকেশান সেন্টার ও রুপসা সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্যের পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও পন্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের জন্মদিন উদযাপিত হল কলকাতার বিড়লা একাডেমি সভাঘরে।
প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় অনুষ্ঠানের উদ্বোধণ করেন।
উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য, সাংসদ মালা রায় প্রমুখ।
রবীন্দ্রনাথ ও জ্ঞানপ্রকাশ ঘোষকে গানে গানে শ্রদ্ধা জানান সঙ্গিত শিল্পী পিয়ালি বসু, মেধা বসু, অভিজিৎ মুখার্জী, স্বাগতালক্ষী দাসগুপ্ত, তাপস দত্ত, ধৃতি চ্যাটার্জী, প্রফেসার মানসী রায় চৌধুরি, শমীক পাল সহ বিশিষ্টজন।
Be First to Comment