সায়ন দেবনাথ : কলকাতা, ২৩ ডিসেম্বর, ২০২৩। প্রান্তিক ও নির্যাতিতা মহিলাদের স্বনির্ভর করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। জীবিকা ও স্বয়ম সম্পূর্ণার যৌথ উদ্যোগে এই মহিলারা যাতে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসতে পারে তাই মহিলাদের নিয়ে অভিনব রক্তদান শিবির অনুষ্ঠিত হল জোকায় সংস্থার অফিসে। নির্যাতিতা কয়েক হাজার মহিলা ওই সংস্থার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারাই জীবিকার অফিসে গিয়ে রক্তদান করেন।
সাংসদ শুভাশিস চক্রবর্তী এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তিনি মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। জীবিকার নির্দেশক ডালিয়া রায় বলেন, নির্যাতিতা মহিলাদের আইনি সহায়তা দিয়ে শুধু সমাজের মূল স্রোতে ফেরানোই নয়, তারা যাতে অন্য মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে পারে সে ব্যাপারে তাদের উৎসাহ দিতেই এই রক্তদান শিবিরের উদ্যোগ।
Be First to Comment