গোপাল দেবনাথ : ৩ আগস্ট, ২০২১। সম্প্রতি অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পূর্ব বর্ধমান জেলা বোর্ডের পক্ষ থেকে বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আশরাফ উদ্দিন কে করোনা যোদ্ধা হিসেবে সংবর্ধিত করা হলো। গত বছর থেকে শুরু হওয়া করোনা অতিমারীর প্রভাবে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভভপর হয়নি। অথচ রক্ত ছাড়া মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো কোনো মতেই সম্ভভপর নয় এই সব মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে টানা রক্তদান শিবির আয়োজন করে পূর্ব বর্ধমানের মানুষদের তাক লাগিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই আশরাফ উদ্দিন ৪৭টির মতো রক্তদান শিবিরের আয়োজন করে ফেলেছেন এবং বেশিরভাগ রক্তই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেল। সূত্রের খবর বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ হতে জানা যায় ৪৭ টি রক্তদান শিবির ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই আগস্ট মাসে আরও দুটি রক্তদান শিবির হবে এবং আগামী মাসের ৪ ঠা সেপ্টেম্বর আশরাফ উদ্দিন (বাবুদার) ৫০ তম জন্মদিন আর সেদিনই পঞ্চাশটি রক্তদান শিবির আয়োজন করে বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার কে উপহার দেবেন সদস্যরা। আশরাফ উপস্থিত সাংবাদিকদের জানান ১০০০ ইউনিট পর্যন্ত রক্তদান শিবির তিনি ইতিমধ্যেই আয়োজন করেছেন। বর্তমানে করোনা অতিমারী বিধি মেনে ১০০ ইউনিট করে রক্তদান শিবির আয়োজন করে থাকেন। বর্ধমান হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট শেখ হাফিজুর রহমান সমাজসেবী আশরাফ উদ্দিন এর বাসভবনে গিয়ে এই সংবর্ধনা দিয়ে আসেন। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী আশরাফ উদ্দিনের এই মহতী কাজের ভূয়সী প্রশংসা করেন।
তথ্য সহায়তা :- কেরামত আলী। এফ আই এম নিউজ।
Be First to Comment