গিরগিটি /মতিলাল পটুয়া
যেখানে রঙ বদলায় ভোল বদলায়
আমরা তাদের দলে আমরা গিরগিটি
আমরা দিনকে রাত করি রাতকে দিন ,
আমরা সমাজ বদলাই শক্তি সীমাহীন।
আমরা কখনো বহুরূপী কখনো হরবোলা
আমরা সমাজের মরীচিকা বিভীষিকা
আমরা যখন ধায় রাস্তা থাকে হাটখোলা ,
আমরা পাড়া দাপায় করি পাজাতোলা ।
আমরা রক্ত রঙ খেলি মুখোশ পড়ে
আমাদের নাম জাগে প্রতি ঘরে ঘরে
আমাদের চোখে ঘুম নেই স্বপ্ন নেই ,
আমরা উঠি বসি তাহাদের কথাতেই ।
আমারা নামহীন গোত্রহীন মর্যাদাহীন
মানবতাহীন নৈতিকতাহীন জড় জীব মাত্র
দাঙ্গা হাঙ্গামা রাহাজানি নিয়ে করি খুনশুটি ,
আমরা সদায় রঙ বদলায় আমরা গিরগিটি ।
Be First to Comment