Press "Enter" to skip to content

যুদ্ধে বিজয়ী হলেও কোনো জাতি লাভবান হয় এই ধারণা হলো মহাবিভ্রম বা “গ্রেট ইলিউশন “….. ৷

Spread the love

“যুদ্ধ নয় , শান্তি চাই “!
——————————
ডাঃ দীপালোক বন্দোপাধ্যায় : ১৪ মার্চ, ২০২২। যুদ্ধ নিরর্থক ৷ আর্থিক ও সামাজিক সব দিক দিয়ে অযৌক্তিক ৷ যুদ্ধে বিজয়ী হলেও কোনো জাতি লাভবান হয় এই ধারণা হলো মহাবিভ্রম বা “গ্রেট ইলিউশন ” ৷ ১৯০৯ সালে এ নিয়ে সর্বকালের সেরা একটি বই “দি গ্রেট ইলিউশন ” লিখেছিলেন শান্তিতে নোবেল জয়ী ইংরেজ সাংবাদিক , লেখক ও রাজনীতিক রালফ নর্মান এঞ্জেল ৷ যা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়েও মর্মে মর্মে সত্য। শুধু যুযুধান দুটি দেশের নয় বিশ্ব অর্থনীতিকে করোনা থেকে ঘুরে দাঁড়ানোর পথ রুদ্ধ করে দিয়েছে ৷ আবার দেখা দিচ্ছে নিম্ন প্রবৃদ্ধি বা স্ট্যাগফ্লেশন ৷ এর ফলে সব জিনিসের দাম হচ্ছে আকাশ ছোঁয়া ৷ শেয়ার বাজারে ধ্বস নামছে ৷ বিনিয়োগের আশা ক্ষীণ হচ্ছে ৷ শুধু শিল্প নয় কৃষিক্ষেত্রেও উৎপাদন তলানীতে ঠেকছে ৷ বাড়ছে ভয়াবহ বেকারত্ব ৷ লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে মানবেতর জীবন কাটাতে বাধ্য হচ্ছে ৷ মূল্যস্ফীতি ভয়াবহ হতে চলেছে ৷ বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদন কারী দেশ রাশিয়া ৷ তার বিরুদ্ধে চলছে নিষেধের খাঁড়া ৷ তাই জ্বালানী তেলের দাম সর্বকালের রেকর্ড ছুঁতে চলেছে ৷ রাশিয়ার তেল , বিদ্যুৎ , গ্যাস না পাওয়ায় ইউরোপীয় দেশগুলির বাজেট পরিণত হতে চলেছে শুধু ছাপা কাগজে ৷ লড়াইয়ে সামিল দুটি দেশে পৃথিবীর ষাট ভাগ সূর্যমুখী তেল উৎপাদিত হয় ৷ এই পরিস্থিতিতে তাই ভোজ্য তেলের দর আকাশচুম্বি ৷ এই যুদ্ধে রাশিয়া রোজ আড়াই হাজার কোটি ডলার খরচ করছে ৷ ইউক্রেন তো পরিণত হচ্ছে ধ্বংস্তুপে ৷ যুদ্ধ কাউকে ছেড়ে দেয় না ৷ স্টিফেন স্পিলবার্গের সেভিং প্রাইভেট রায়ান সিনেমায় ভয়াবহ যুদ্ধের ছবি কিংবা প্রথম , দ্বিতীয় বিশ্বযুদ্ধ , ভিয়েৎনাম , ইরাক , আফগানিস্তান সহ এত যুদ্ধ দেখেও মানব জাতির শিক্ষা হয় নি ৷ গুপী গাইনের মত হাল্লারাজার সেনারা একের পর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে ৷ সুনীল গঙ্গোপাধ্যায় “আর যুদ্ধ নয় ” কবিতায় লিখেছিলেন “কার দিকে তুমি গুলি ছুঁড়ছো হে , এখানে সবাই মানুষ!” আসলে যুদ্ধে মানুষ আর মানুষ থাকে না হয় স্বপক্ষের নয় শত্রু পক্ষের ৷”পোয়েটস এগেন্সট ওয়ার ” কবিদের প্রতিবাদ লোভী নেতাদের কানে পৌঁছায় না ৷

স্যাম হ্যামিলের “যুদ্ধের বিরুদ্ধে কবিতা ” তথ্যচিত্রটি আবার সর্বত্র প্রচার হোক ৷রাজনীতি নির্বিশেষে শুরু হোক প্রতিবাদ আন্দোলন ৷ পারমানবিক যুদ্ধ নয় ,
নয় মাদারস বা ফাদারস অফ অল বোম্ব ৷ পৃথিবীকে আগামীর বাসযোগ্য রাখতে এখনই যেকোন যুদ্ধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে ৷ নচেৎ , হাজার হাজার বছরে অর্জিত মানব সভ্যতা ধূলিস্যাৎ হবে ৷ মানুষ যদি বাঁচেও হবে প্রস্তর যুগের মানুষ ৷

জোর যার মুলুক তার এটা এযুগে বস্তাপচা ধারণা ৷খনিকের তরে মুলুক পেলেও মন পাওয়া যায় না ৷তাই রণাঙ্গনে নয় আলোচনার টেবিলে সমাধানের পথ খুঁজতে হবে ৷

More from GeneralMore posts in General »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.