Press "Enter" to skip to content

যদি তোমরা দেশের স্বাধীনতা চাও, আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই…..।

Spread the love

মতিলাল পটুয়া : দক্ষিনেশ্বর, কলকাতা।

আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যদি তোমরা আমাকে স্বেচ্ছায় রক্ত দাও ,
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যদি তোমরা দেশের স্বাধীনতা চাও ।
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যদি তোমরা আমার চির সাথী হও ,
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যদি দেশ মাতৃকার সুখ স্বপ্ন দেখাও ।
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যদি তোমরা আমাকে দেশনেতা ভাবো ,
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যদি তোমরা সবাই বীর দর্পে জাগো ।
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যদি আমায় মান্যতা দাও দেশ বরেণ্য ,
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যদি সবার প্রাণে জাগে বীর তারুণ্য ।
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যেদিন নারী কণ্ঠে বাজবে বিজয় শঙ্খ ,
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যেদিন বিদেশী শক্তি স্বমূলে হবে ধ্বংস ।
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যদি সমতালে বয়ে যায় জোয়ার ভাটা ,
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যেদিন উত্তোলিত হবে বিজয় পতাকা ।
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যদি দেশ মাতৃকাকে দাও কিছু শ্রম ,
আমি আবার সুভাষ হয়ে ফিরতে চাই
যদি সবার কণ্ঠে ধ্বনিত হয় বন্দেমাতরম ।

কবি – মতিলাল পটুয়া।

More from BooksMore posts in Books »
More from GeneralMore posts in General »

One Comment

  1. Malay Halder Malay Halder August 16, 2021

    অসাধারণ লেখা .আপনার লেখা সকলকেই মুগ্ধ করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.