Press "Enter" to skip to content

ম্যাজিক আমাদের সব দিয়েছে, আবার সব ফেরত নিয়েছে, নেবে। নিয়ে নেয়! সব মায়া……।

Spread the love

[প্রদীপের সঙ্গে আলাপ = প্রলাপ]
(((পর্ব-০৭৮))[[From the Desk of]]
{মঞ্চ-মায়াবী, জাদু-শিল্পী পি সি সরকার জুনিয়র}

(মনোবিদ, Dr.প্রদীপ চন্দ্র সরকার, M. Sc., Ph. D.)

NXT GEN of MAGIC
“.. এমনি বহে ধারা।….”

বাবা- কাকার মুখে শুনেছি , আমরা নাকি বংশ পরম্পরায় জাদু-চর্চা করছি। বাবা ছিলেন সপ্তম পুরুষ, আমি অষ্টম। আর আমার কণ্যেরা হচ্ছে ‘নবম’ প্রজন্ম। আমাদের পরিবার, ম্যাজিক পরিবার। ম্যাজিক আমাদের নিঃশ্বাসে। ম্যাজিক আমাদের রক্তে। ম্যাজিক আমাদের আদর্শে, স্বপ্নে।. ..
….সব শেষে আমরা ম্যাজিকের মধ্যেই মিলিয়ে যাই, যাবো। আবার ম্যাজিকের মধ্য দিয়েই ফিরে আসি। ম্যাজিক আমাদের সব দিয়েছে, আবার সব ফেরত নিয়েছে, নেবে। নিয়ে নেয়! সব মায়া।
ম্যাজিকই আমাদের ধর্ম, আমাদের কর্ম। ঈশ্বর আমাদের আড়াল থেকে শক্তি যোগান, আর তিনিই সমস্ত ম্যাজিক ঘটান।
বাবা বলেছেন, আমরা নাকি, আমাদের পারিবারিক ধারা অনুযায়ী, “এগিয়ে থাকার বুদ্ধি খাটিয়ে, বিজ্ঞান ভাঙ্গিয়েই”, ম্যাজিকের নামে আগামী-দিনের ‘সত্যি’ কর্মকাণ্ডকে প্রকাশ করার অভিনেতা হয়ে জন্মেছি। আমরা জাতে খাঁটি গণ্দ্ধর্ব শিল্পী। মায়াবী ! আমরা রূপকথার ব্যাপারী। স্বপ্নের সওদাগর।

  1. বেশ কয়েক বছর আগে, আমার এক প্রখ্যাত, “শিল্পী তৈরির কারিগর”, “স্বপ্ন সত্যিকরার সহায়ক”, কলেজের সহপাঠী বন্ধু, শ্রী অসিত ব্যানার্জী এবং সবচেয়ে বিদূষী, সুন্দরী, অল রাউন্ডার অভিনেত্রী, শ্রীমতী পাপিয়া অধিকারী মিলে, আমার স্ত্রী, জয়শ্রীর নির্দেশনায়, দূরদর্শনের জন্য একটা আমাদের পরিবার কেন্দ্রীক, ‘অনুপ্রেরণামূলক’ প্রোগ্রাম রেকর্ড করেন। খুব সাড়া ফেলেছিলো সেই প্রোগ্রাম।
    দূরদর্শনের কাছে সেটা হারিয়ে গেছে। কিন্তু আমার কাছে একটা কপি করা ছিল। টিভি থেকে তোলা। খুবই দুরাবস্থা । সম্প্রতি সেটা পেয়েছি। মানেকা এখন বিশ্বজুড়ে দাপিয়ে ‘শো’ করছে। হলিউড, প্যারিস, টোকিওতে ও বিরাট আলোড়ন তুলেছে। কিন্তু ওর-ও তো একটা ছোটবেলা ছিলো। ও স্কুলে, ক্লাস সিক্সে পড়ার সময়কার, ছোট্ট একটা ম্যাজিকের রেকর্ডিং সেখানে রয়েছে । শেষে আমার ছোট মেয়ে, মুমতাজ, ওর-ও একটা ম্যাজিক আছে। মুমতাজ এখন সুপার স্টার, তখন ছিলো আরও বড়ো স্টার। মানতেই হবে।
    আশীর্বাদ করুন।
    জয় হিন্দ!
More from EntertainmentMore posts in Entertainment »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.