শিখা দেব : কলকাতা, ১৪ জুন ২০২৫। মোহনবাগান ক্লাবের সচিব পদে আবার এলেন সৃঞ্জয় বসু। শনিবার মোহনবাগান ক্লাবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় মনোনয়নপত্র পরীক্ষা করার পর তিনি জানিয়ে দিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৃঞ্জয় বসু সচিব হলেন। মোহনবাগানের নির্বাচনকে কেন্দ্র করে শাসক গোষ্ঠী এবং বিরোধীপক্ষরা প্রচুর সভা করেছিল। পরবর্তী সময়ে শাসক গোষ্ঠীর সচিব দেবাশিস দত্ত এবং সচিব পদপ্রার্থী সৃঞ্জয় বসু একই টেবিলে বসে হাত মিলিয়ে নেন। দুই পক্ষেরই সমঝোতায় কার্যকরী সমিতির ২২ জন সদস্যের বিরুদ্ধে কেউ কারওর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেননি। তাই ২২ জনের কমিটি বিনা লড়াইয়ে নির্বাচিত হয়ে যায়।
মোনবাগানের সংবিধান অনুযায়ী কার্যকরী সমিতির প্রথম সভায় দেবাশিস দত্ত সভাপতি মনোনীত হবেন। এ ছাড়াও সহসভাপতি সহ কো-অপ্ট সদস্যদের নাম বিবেচিত হবে। এই মুহূর্তে নতুন সচিব সৃঞ্জয় বসুর কাছে চ্যালেঞ্জ মোহনবাগান দিবস। সচিব সৃঞ্জয় বসুর নতুন কমিটিতে এলেন সহ সচিব –সত্যজিৎ চট্টোপাধ্যায়, কোষাধ্যক্ষ – সন্দীপন বন্দ্যোপাধ্যায়,অর্থ সচিব – সুরজিৎ বসু, মাঠ সচিব – শাশ্বত বসু, ফুটবল সচিব – স্বপন বন্দ্যোপাধ্যায়, ক্রিকেট সচিব – সম্রাট ভৌমিক, হকি সচিব-শ্যামল মিত্র, অ্যাথলেটিক্স সচিব – পিন্টু বিশ্বাস, টেনিস সচিব – সিদ্ধার্থ রায়, যুব ফুটবল সচিব – শিলটন পাল।কার্যকরী কমিটির সদস্য— মুকুল সিনহা, সোহিনী মিত্র চৌবে, সোমেশ্বর বাগুই, কাশীনাথ দাস, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, দেবজ্যোতি বসু, রঞ্জন বসু, পার্থজিৎ দাস, সঞ্জয় মজুমদার এবং অনুপম সাহু।












Be First to Comment