চন্দন রুদ্র : কলকাতা, ২৮ জুলাই, ২০২৫। জর্জিয়ায় মেয়েদের দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেন ভারতের দিব্যা দেশমুখ। ফাইনালে শেষ পর্যন্ত তিনি হারিয়ে দিলেন ভারতেরই কনেরু হাম্পিকে। কনেরু র্যাপিড দাবায় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন।
উনিশ বনাম আটত্রিশের লড়াই। দুই দাবাড়ুর বিশ্বকাপ জয়ের লড়াইয়ে জয়ী হলেন নাগপুরের ১৯ বছরের মেয়ে দিব্যা। গড়লেন নতুন ইতিহাস। ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে।
এর আগে বিশ্ব জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন দিব্যা। সোনা জিতেছেন দাবা অলিম্পিয়াডেও। এ বার আর এক নতুন কৃতিত্বের অধিকারী হলেন তিনি। দাবার নতুন রানি দিব্যাকে অভিনন্দন।











Be First to Comment