Press "Enter" to skip to content

মেদিনীপুর টাউন স্কুলে ১২৩তম নেতাজী জন্মজয়ন্তী উদযাপিত হল

Spread the love

গোপাল দেবনাথ: পশ্চিম মেদিনীপুর,২৫শে জানুয়ারি ২০২০ পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে মেদিনীপুর টাউন হেরিটেজ স্কুল (উ.মা.)-এ মহাসমারোহে উদ্‌যাপিত হলো ১২৩তম নেতাজী জন্মবার্ষিকী। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয়া শ্রীমতী অনন্যা মজুমদার ও জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয়া শ্রীমতী মামণি মান্ডি-র উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় শিক্ষক, ড. বিবেকানন্দ চক্রবর্তী। সম্মানীয়া অতিথিবৃন্দকে বরণ করে নেওয়ার পরে নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও নেতাজীর সাজে সজ্জিত ছাত্র প্রীতম দলুই-কে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। পুষ্পস্তবক-উত্তরীয়-মানপত্র সহযোগে দুই পদস্থ সম্মানিত অতিথি মহোদয়াকে সংবর্ধনা জ্ঞাপনের পর চারাগাছে জলসিঞ্চন ও শুভপ্রদীপ প্রজ্জ্বলিত হয়। ছাত্রদের উদ্দেশ্যে নেতাজীর জীবন ও আজকের দিনটির তাৎপর্য সম্পর্কে সহজবোধ্য সুললিত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান ড. বিবেকানন্দ চক্রবর্তী মহাশয়। ছোট ছোট গল্প কথায় সাবলীল বাচনভঙ্গীতে নেতাজীর জীবনের নানা জানা-অজানা ঘটনা ছাত্রদের অবহিত করেন তিনি। নেতাজীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়ার কর্মাধ্যক্ষ মামণি মান্ডি। এরপরে বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের পরিবেশনায় নেতাজীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। পরিবেশিত হয় গীতি আলেখ্য ‘প্রিয় নেতাজী’। ভাষ্যে-গানে-আবৃত্তিতে আজকের দিনের উপযোগী পরিবেশ রচনা করেন শিক্ষিকা মন্দিরা খান্ডা, অনামিকা তেওয়ারী, অরুণিমা নন্দী, মিঠু পাহাড়ী, পৃথা কুন্ডু ও ছাত্র অনুভব সাহু, প্রীতম মাইতি, সোমঋক প্রামাণিক, অহীন মোদক ও অয়ন সিনহা। এছাড়াও নেতাজীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ছোট ছোট বক্তব্যে প্রকাশ করে ছাত্র প্রবুদ্ধ ভৌমিক, দেবাশীষ বিষই, সন্তোষ চক্রবর্তী ও শিক্ষিকা মালতী সাউ। সমগ্র অনুষ্ঠানটির অনিন্দ্যসুন্দর সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা অনন্যা পাণ্ডে। কি-বোর্ডের ঝঙ্কারে সারাদিনের অনুষ্ঠানের আবহ রচনা করেন শিক্ষক পার্থসারথী পাণ্ডা। সবশেষে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *