গোপাল দেবনাথ –
শহর মেদিনীপুরের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান সাড়ম্বরে উদযাপন করলো তাদের বার্ষিক অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বিগত ২৪ নভেম্বর আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ মিলনানন্দজী মহারাজ। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক, রবীন্দ্র গবেষক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মাননাপত্র প্রাপক ড. বিবেকানন্দ চক্রবর্তী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মদনমোহন মাইতি ও প্রসেনজিৎ সাহা। উপস্থিত ছিলেন ‘সব পেয়েছির আসর’-এর পশ্চিম মেদিনীপুর অঞ্চলের যুগ্ম সংগঠক পূর্ণেন্দু জানা, ভগবতী শিশু শিক্ষায়তনের সম্পাদক অলোক কুমার দাস, শ্রীকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহাবীর ব্যানার্জী সহ বহু গুণীজন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর অধ্যক্ষ শিক্ষাব্রতী সুমন পাত্র। রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শন আমাদের কেন গ্রহণ করা উচিত এ বিষয়ে বলেন ড.বিবেকানন্দ চক্রবর্তী। আমন্ত্রিত অতিথিবর্গ একাডেমীর শিক্ষা ও সংস্কৃতিমূলক বহুবিধ কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাচ, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে তাঁদের সাংস্কৃতিক দক্ষতার পরিচয় রাখে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্পন্ন হয় বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অতিথি শিল্পীদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যশস্বী বাচিক শিল্পী শুভদীপ বসু। সবশেষে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।
Be First to Comment