চলে যাওয়া —
অশোক ব্যানার্জী
সৌমিত্র চট্টোপাধ্যায়ের
বিগত বেশ কয়েক বছর ধরে
মৃত্যুর সাথে যোগাযোগ হচ্ছিল
একটু একটু করে।
তিনি তখন অটল ছিলেন তার
নানান সৃষ্টিশীল কাজে,
তার অভিনয়ে, তার নাটক
তার কবিতার ভাবনায়।
তবুও মাঝে মাঝে
মৃত্যু উঁকি দিয়ে বলতো,
তৈরী আছো কি তুমি ?
সৌমিত্র বলতেন, না পরে এসো
বড় ব্যস্ত এখন আমি।

মৃত্যু হেসে বলত, বেশ তবে তাই হোক
আমি ফিরে যাচ্ছি এবার,
কিন্তু মনে রেখো, সময় হলে
আমি ঠিক আসবো ফিরে আবার।
শেষের চল্লিশ দিন
নার্সিংহোমে থাকার সময়ে
মৃত্যু বার বার করে এসে
জিজ্ঞেস করেছে,
তৈরী আছো তুমি, হয়েছে সময়?
পারবে এখন যেতে,
নাকি এখনও সংশয় ?
ক্লান্ত স্বরে সৌমিত্র বলেন,
এখন হেমন্ত ঋতু কাল
হাল্কা শীতের ছোঁয়া,
এখনও তো বাকি
ফাগুনের গান গাওয়া!
মৃত্যু বলেছে হেসে,
অনেক কাজ তো করেছো তুমি
মাতিয়ে দিয়েছো ভুবন,
জীবনের কথা বলেছ অনেক
তবুও জানি আমি এখন
তুমি বড় ক্লান্ত, বিশ্রামের দরকার
চল না আমার সাথে,চল না এবার
তোমাকে ঘুমের দেশে নিয়ে যাই
যেখানে শান্তিতে ঘুমাবে চিরদিন।
তোমার কাছে আজ এইটুকু শুধু চাই।
অচেতনায় ডুবে আচ্ছন্ন স্বরে
সৌমিত্র বলেন, বেশ তাই হোক
তবে চল যাই !

**১৭ই নভেম্বর আনন্দবাজার
পত্রিকায় অভিনেতা নাট্যকার
কৌশিক সেনের সৌমিত্র চট্টোপাধ্যায়
সম্বন্ধে একটা লেখা পড়ে
অনুপ্রাণিত হয়ে এই লেখা।

Be First to Comment