নম্রতা রায় : কলকাতা, ১ জানুয়ারি, ২০২২। সারাবিশ্বে যখন করোনা একটা আলাদা প্রভাব ফেলেছে সেখানে দাঁড়িয়ে দীর্ঘ এক বছর পর আবারও অতিমারি কাটিয়ে হয়ে গেল মুদ্রা উৎসব। ২০১৯ এর পর আবার ২০২১ এই উৎসবের সামিল হতে হাজির হয়েছিল ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মুদ্রা সংগ্রহকারীরা এবং অনেক বিক্রেতারা। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এবারের আয়োজন “আজাদি কা অমৃত মহোৎসব”। স্বাধীনতার সঙ্গে যুক্ত বহু মানুষের মুদ্রা এখানকার প্রদর্শনীতে রাখা হয়। তারমধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-বর্ষ জন্মদিন উপলক্ষে তার সম্পর্কে ছাপা বিভিন্ন দেশের মুদ্রা এবং বিভিন্ন দেশের সম্ভার নিয়ে প্রদর্শন করেছেন সুমিত্র বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভারতে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের উপর প্রুফ সেট-এর একটি সংগ্রহের উপস্থাপনা করেছিলেন কলকাতা মুদ্রা পরিষৎ-এর সেক্রেটারি শ্রী রবি শংকর শর্মা। শৌভিক মজুমদারের নবাবী এবং মুঘল আমলের মুদ্রা যেমন ছিল তেমনি উজ্জল কুমার সাহার ছিল গুপ্ত আমলে সমস্ত ধরনের স্বর্ণমুদ্রার একটি বিশেষ সংগ্রহ। প্রবীণ সংগ্রহক তপন কুমার শীল-এর কুচবিহারের বিভিন্ন নারায়নী লোপামুদ্রা রুপোর কয়েন ছিল দেখার মতোন। বিশ্বের নানা ক্ষেত্রের নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের উপর স্মরণে বিদেশ-এর বিভিন্ন নোট-এর একটি বিশেষ প্রদর্শনী ছিল অনিন্দ্য করের। এছাড়াও বিভিন্ন জীবজন্তু ও পশু-পাখিদের উপর একটি বিশেষ দ্বিধাতব মুদ্রার উপর প্রদর্শন করেন ঋদ্ধি ভট্টাচার্য। তার এই প্রদর্শনের মূল আকর্ষণ ছিল রাশিয়া থেকে প্রকাশিত বিভিন্ন প্রাণীদের উপর ১৫ টি মুদ্রা যা খুবই দুষ্প্রাপ্য সংগ্রহ। এইগুলি রেডবুক সিরিজ নামে পরিচিত। এছাড়াও তুর্কি থেকে প্রকাশিত বিভিন্ন ধরনের পশু এবং পাখিদের উপর মুদ্রার একটি বিশেষ প্রদর্শনী ছিল। এবছর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় দুইজন প্রবীণ মুদ্রা সংগ্রাহক- বিশেষজ্ঞ কিরণময় দত্ত এবং রাকেশ জৈনকে।
মুদ্রা উৎসব – ২০২১…..।
More from CultureMore posts in Culture »
- গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পৌঁছালো শিক্ষার আলো….।
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
- শিল্প ও সংস্কৃতির উদযাপনে নতুন অধ্যায়ে কখুবি: লোগো, ওয়েবসাইট, থিম সং ও ভারতীয় পুতুলনাট্যের ই-বুক উন্মোচন….।
- কলকাতা ময়দানে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলনোৎসব…।
More from InternationalMore posts in International »
- TV 9 বাংলায় নিউজ সিরিজ ‘নৈরাজ্যের SIR’….।
- গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পৌঁছালো শিক্ষার আলো….।
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিন দিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল ও খো খো চ্যাম্পিয়নশিপ….
- TV9 বাংলার নুতন নিউজ সিরিজ ‘আইপ্যাক-এ ধুন্ধুমার!’…।
- প্রেস ক্লাব কলকাতায় দেব সাহিত্য কুটীর এর ৩৭ টি গ্রন্থ প্রকাশিত হল….।
More from SocialMore posts in Social »
- গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পৌঁছালো শিক্ষার আলো….।
- অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এস সি,এস টি এমপ্লয়িস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- দেশ বিদেশের ভক্তদের নিয়ে মহাসমারোহে পরমহংস যোগানন্দের ১৩৩ তম জন্মবার্ষিকী উদযাপন….।
- ভারত সেবাশ্রম সঙ্ঘের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে ত্রিশূল পূর্ণিমা ও শান্তি যজ্ঞ….।
- Acropolis Mall Celebrates Yuletide with Art, Learning & Green Awareness….















Be First to Comment