Press "Enter" to skip to content

মুদ্রা উৎসব – ২০২১…..।

Spread the love

নম্রতা রায় : কলকাতা, ১ জানুয়ারি, ২০২২।  সারাবিশ্বে যখন করোনা একটা আলাদা প্রভাব ফেলেছে সেখানে দাঁড়িয়ে দীর্ঘ এক বছর পর আবারও অতিমারি কাটিয়ে হয়ে গেল মুদ্রা উৎসব। ২০১৯ এর পর আবার ২০২১ এই উৎসবের সামিল হতে হাজির হয়েছিল ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মুদ্রা সংগ্রহকারীরা এবং অনেক বিক্রেতারা। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এবারের আয়োজন “আজাদি কা অমৃত মহোৎসব”। স্বাধীনতার সঙ্গে যুক্ত বহু মানুষের মুদ্রা এখানকার প্রদর্শনীতে রাখা হয়। তারমধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-বর্ষ জন্মদিন উপলক্ষে তার সম্পর্কে ছাপা বিভিন্ন দেশের মুদ্রা এবং বিভিন্ন দেশের সম্ভার নিয়ে প্রদর্শন করেছেন সুমিত্র বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভারতে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের উপর প্রুফ সেট-এর একটি সংগ্রহের উপস্থাপনা করেছিলেন কলকাতা মুদ্রা পরিষৎ-এর সেক্রেটারি শ্রী রবি শংকর শর্মা। শৌভিক মজুমদারের নবাবী এবং মুঘল আমলের মুদ্রা যেমন ছিল তেমনি উজ্জল কুমার সাহার ছিল গুপ্ত আমলে সমস্ত ধরনের স্বর্ণমুদ্রার একটি বিশেষ সংগ্রহ। প্রবীণ সংগ্রহক তপন কুমার শীল-এর কুচবিহারের বিভিন্ন নারায়নী লোপামুদ্রা রুপোর কয়েন ছিল দেখার মতোন। বিশ্বের নানা ক্ষেত্রের নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের উপর স্মরণে বিদেশ-এর বিভিন্ন নোট-এর একটি বিশেষ প্রদর্শনী ছিল অনিন্দ্য করের। এছাড়াও বিভিন্ন জীবজন্তু ও পশু-পাখিদের উপর একটি বিশেষ দ্বিধাতব মুদ্রার উপর প্রদর্শন করেন ঋদ্ধি ভট্টাচার্য। তার এই প্রদর্শনের মূল আকর্ষণ ছিল রাশিয়া থেকে প্রকাশিত বিভিন্ন প্রাণীদের উপর ১৫ টি মুদ্রা যা খুবই দুষ্প্রাপ্য সংগ্রহ। এইগুলি রেডবুক সিরিজ নামে পরিচিত। এছাড়াও তুর্কি থেকে প্রকাশিত বিভিন্ন ধরনের পশু এবং পাখিদের উপর মুদ্রার একটি বিশেষ প্রদর্শনী ছিল। এবছর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় দুইজন প্রবীণ মুদ্রা সংগ্রাহক- বিশেষজ্ঞ কিরণময় দত্ত এবং রাকেশ জৈনকে।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.