নিজস্ব প্রতিনিধি : মহিষাদল, ২২ মে, ২০২৪। ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দজী(কার্তিক মহারাজের) উপর মাননীয়া মুখ্যমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে সচেতন নাগরিক সমাজ, ভক্ত মন্ডলী, বিশ্ব হিন্দু পরিষদ, জাগরণ মঞ্চ,
হিন্দু একতা, সহ বিভিন্ন সংগঠনগুলি একজোট হয়ে ধিক্কার মিছিল বের করল মহিষাদলের তেরপেক্ষা মোড় থেকে শহীদস্তম্ভ হয়ে সরস্বতী শিশু বিদ্যা মন্দির পর্যন্ত।
এই ধিক্কার মিছিলে এলাকার সাধারন মানুষ উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করেন।
Be First to Comment