Last updated on March 6, 2023
নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৫ মার্চ ‘২০২৩। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে সদ্য মুক্তি পেল ইণ্ডি’জ এন্টারটেনমেন্ট নিবেদিত, ইন্দ্রাণী সাহা প্রযোজিত ও শুভেন্দু দাস পরিচালিত প্রায় ৯০ মিনিটের রহস্য রোমাঞ্চ পূর্ণ কাহিনীচিত্র সেভ দ্য মাদার্স।
রবিবার নাগেরবাজার ডায়ামন্ড প্লাজার এক প্রেক্ষাগৃহে এই কাহিনীচিত্র প্রদর্শনের আগে এই কাহিনীচিত্রের কাহিনীকার, চিত্রনাট্যকার তথা পরিচালক শুভেন্দু দাস সাংবাদিকদের জানান, “নারীজীবনের বিভিন্ন ঘটনাকে পাথেয় করে নির্মিত হয়েছে এই কাহিনীচিত্র। এই কাহিনীচিত্রে মনোজগতের নানান দিকেরও সন্ধান পাবেন উৎসাহী দর্শকগণ।”
অপরদিকে এই কাহিনীচিত্রের প্রযোজক তথা অন্যতম নায়িকা ইন্দ্রাণী সাহা জানিয়েছেন, “কাহিনীচিত্রের পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা। এই সংসারে নারীদের অহরহ কীরকম সমস্যার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হয় এই কাহিনীচিত্র তারই এক জীবন্ত প্রতিচ্ছবি।
আজকের আধুনিক দুনিয়াতে একজন স্বামীহীন একাকী মহিলাকে যে কীরকম দুঃসহ যন্ত্রণার মুখোমুখি হতে হয়, এই চলচ্চিত্র তারই এক জীবন্ত দলিল বলা যেতে পারে।” সাধারণ মানুষ নিজেদের জীবনের সাথে হয়ত মিল খুঁজে পেতে পারেন!