গোপাল দেবনাথ : কলকাতা, ১৮ নভেম্বর ২০২২। শেষ হল শুভেন্দু দাস পরিচালিত ছবি ‘সেভ দ্য মাদার্স’-এর শ্যুটিং। সম্পর্কের টানাপোড়েন ও বর্তমান সমাজের গল্প বলবে এই ছবি। এই ছবিতে অভিনয় করেছেন সায়ন ঘোষ, ইন্দ্রাণী সাহা, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, পার্থসারথি চক্রবর্তী, স্নেহা বিশ্বাস ও অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা। এই ছবির গল্প এগিয়ে যায় একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে।
আমাদের সমাজে কন্যাভ্রুণ হত্যা যেন চিরাচরিত সমস্যা। বর্তমানে আইন করে গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ বন্ধ করা হলেও বিভিন্ন সময়ে চোখে পড়ে আইন অমান্য করার ঘটনাও। এবার এই ঘটনাকেই পর্দায় তুলে আনছেন শুভেন্দু দাস। ইন্ডিজ এন্টারটেনমেন্ট -এর প্রযোজনায় পর্দায় আসছে সেই গল্প, ‘সেভ দ্য মাদার্স’। পরিচালক শুভেন্দু বলেন, বর্তমান সময়ের কঠিন বাস্তব সময়ের কথা বলবে এই ছবি। এই সমাজে নারী এবং পুরুষ দুই এর প্রয়োজন আছে এই দুজন ছাড়া সৃষ্টি অচল অথচ কন্যাভ্রূণ প্রতিনিয়ত নির্বিচারে হত্যা করে চলেছে। আশারাখি দর্শকদের এই ছবি ভালো লাগবে। আর দর্শকদের আশীর্বাদ পেলেই আমাদের এই প্রয়াস সার্থক রূপ নেবে।
Be First to Comment