নিজস্ব প্রতিনিধি : কলকাতা,২ মে ‘২০২৪। গত ৩ মে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শিল্পী ক্রিয়েশন্স নিবেদিত, নৃপেন বিশ্বাস প্রযোজিত ও শিল্পী চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা কাহিনীচিত্র ‘Online হবে’।
কাহিনীচিত্রের মুক্তির আগে গত ২ মে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল ‘Online হবে’-র পোস্টার ও ট্রেলার।
পোস্টার ও টিজার মুক্তি উপলক্ষে আইসিসিআর-এর তিন নম্বর লেকচার হলে উপস্থিত ছিলেন এই কাহিনীচিত্রের অভিনেতা তমাল রায়চৌধুরী, রাজিকা মজুমদার, রঞ্জন ভট্টাচার্য, শিশু অভিনেতা যশ চ্যাটার্জি সহ একাধিক কলাকুশলীগণ।
পোস্টার উন্মোচন ও ট্রেলার মুক্তির পর এই কাহিনীচিত্রের কাহিনীকার, চিত্রনাট্যকার তথা পরিচালিকা শিল্পী চক্রবর্তী উপস্থিত সাংবাদিকদের জানান, “৯৪ মিনিটের এই কাহিনীচিত্র বর্তমান সমাজের এক জ্বলন্ত সমস্যার দিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করবে বলে আমি মনে করি।” রবিবার ৫ মে নন্দনে এই সিনেমার প্রিমিয়ার শো এবং সাংবাদিক সন্মেলনের আয়োজন করে ছিলেন সিনেমার প্রযোজক নৃপেন বিশ্বাস এবং পরিচালিকা শিল্পী চক্রবর্তী। উপস্থিত ছিলেন অভিনেতা শিল্পী এবং কলাকুশলীরা।
Be First to Comment