নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৭ জানুয়ারী, ২০২৪। এই শীতের সময়ে সারা শহর জুড়ে চলছে নানা ধরণের প্রদর্শনী তথা বিক্রয়। আয়োজক রিয়া পাল ৮ টা সফল প্রদর্শনীর পর গত ৬ জানুয়ারি শনিবার থেকে কলকাতায় আয়োজন করেছিলেন ‘মিশন ইম্পসিবল’-এর জীবনচর্যা প্রদর্শনী -‘পৌষ পার্বন ২.০’।
এই প্রদর্শনীতে ১০৬ টা স্টল ছিল। যেখানে পাওয়া যাচ্ছিল মহিলাদের শাড়ি, সালোয়ার কামিজ ও বিভিন্ন ধরণের পোশাক থেকে শুরু করে প্রসাধন সামগ্রী এবং ঘর সাজানোর জিনিসপত্র। ছিল পুরুষদের পাঞ্জাবি এবং টি শার্ট। এছাড়াও ছিল জ্যোতিষ সম্পর্কিত স্টল এবং বিভিন্ন ধরণের খাবারের স্টল। আগত দর্শক ও ক্রেতাদের জন্য ওখানে ছিল হরেক রকমের আকর্ষণীয় উপহার সামগ্রী।
‘মিশন ইম্পসিবল’ এর অ্যাডমিন রিয়া পাল জানিয়েছেন, শুধু এই রাজ্যই নয়, ভিন রাজ্য থেকেও বিক্রেতারা এই প্রদর্শনীতে এসেছেন তাঁদের তৈরি জিনিসপত্র বিক্রি করতে।শনিবার শুরু হওয়া এই প্রদর্শনী আজ রবিবার পর্যন্ত দু’দিন ধরে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির চৌধুরী হাউসে জমজমাট প্রদর্শনী তথা বিক্রয় সাধারণ ক্রেতারা তাদের মনের মতো সামগ্রী সংগ্রহ করে নিয়েছেন।
প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী জনগণের জন্য উন্মুক্ত ছিল।
Be First to Comment