শ্রীজিৎ চট্টরাজ : কলকাতা, ১৮ মে ২০২২। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে গান রচনা এই প্রথম নয়। আমেরিকায় প্রথম মার্টিন লুথার কিং, জন আব্রাহাম লিঙ্কনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রচনা হয়েছে গান। চীনের গণদেবতা মাওকে নিয়েও রচিত হয়েছে গানের শ্রদ্ধাঞ্জলি। আমাদের কলকাতাও পিছিয়ে ছিল না। কোলকাতার বুকে তখন সদ্য গজিয়ে উঠছিল গড়িয়া অঞ্চল। সেখানে রামগড়ের পদ্মশ্রী সিনেমা হলের কাছে এক চায়ের দোকানে আড্ডায় বসতেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, লোক সঙ্গীত শিল্পী দিনেন্দ্র চৌধুরী,
দূরদর্শন কেন্দ্রের উপেন তরফদার এবং শিল্পী অংশুমান রায়। বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রেক্ষিতে চলত আলোচনা। চায়ের আড্ডায় একটি চারমিনার সিগারেটের প্যাকেটটা নিয়ে গান লিখে ফেলেন গৌরীপ্রসন্ন। রাতারাতি সুর করে গাইলেন অংশুমান রায়। তৈরি হয়ে যায়, ঐতিহাসিক গান শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের,,,,,,,,।
২০১১সালে বাম জমানার অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জী ক্ষমতায় এলে অনুরাগীরা বেশ কিছু গান তৈরি করে মুখ্যমন্ত্রীকে তাঁদের অন্তরের শ্রদ্ধা জানান। গত ১৬ মে সোমবার মধ্য কোলকাতার একটি পাঁচতারা হোটেলে মমতা অনুরাগী সোফিয়া খান, যিনি পদমর্যাদায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদিকা একটি মিউজিক ভিডিও প্রকাশ করলেন।
মিউজিক ভিডিওর নাম ‘তু চল মমতা’। মিউজিক ভিডিওর পরিচালক আসিফ ইকবাল। গানটি লিখেছেনও তিনি। সুর বসিয়েছেন সুরকার জুটি সমিধ ও উরভি। উপস্থিত ছিলেন দলীয় সাংসদ নাজমুল হুদা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার সহ বিনোদন জগতের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব।
মিউজিক ভিডিওর নির্মাতা সোফিয়া খান বলেন, মমতা ব্যানার্জি আমার মত লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। এগিয়ে চলার শক্তি। মুক্তির দিশা। এই গানের মধ্য দিয়ে আমরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছি। অভিনেত্রী ইন্দ্রাণী হালদার বলেন, আমি রাজনৈতিক কর্মী নই। কিন্তু আমার কোনও নেতার প্রতি শ্রদ্ধা জানানোর অধিকার আছে। মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আসার পর শিল্পীদের যে সম্মান উনি দিয়েছেন, আগে আমরা পাইনি। তাই মনে করি, মমতা বন্দোপাধ্যায় শুধু রাজ্যের নেত্রী নন, গোটা দেশের শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব।
Be First to Comment