Press "Enter" to skip to content

মালয়ালম চলচ্চিত্রকে ভারতীয় চলচ্চিত্রে একেবারে প্রথম সারিতে এনে দিয়েছেন আদুর গোপালকৃষ্ণন….।

Spread the love

শুভ জন্মদিন আদুর গোপালকৃষ্ণন

বাবলু ভট্টাচার্য : মালয়ালম চলচ্চিত্রকে ভারতীয় চলচ্চিত্রের একেবারে প্রথম সারিতে এনে দিয়েছেন যারা, আদুর গোপালকৃষ্ণন তাদের অন্যতম। কিন্তু আদুরের এই পরিচয়টুকু মোটেই যথেষ্ট নয়। বস্তুতঃ সত্যজিতের পর তিনিই সবচে প্রতিভাবান ভারতীয় চলচ্চিত্র পরিচালক রূপে আন্তজার্তিক প্রেক্ষাপটে স্বীকৃত।

কথাকলি নৃত্যকলার সঙ্গে যুক্ত পরিবারে তিনি বড় হয়েছেন। শৈশব থেকেই অভিনয় করেছেন। নাটক লিখেছেন এবং মঞ্চস্থ করেছেন। চিত্র পরিচালনায় স্নাতক হয়েছেন পুনে ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট থেকে ১৯৬৫ সালে।

কেরালায় চিত্রলেখা ফিল্ম কো-অপারেটিভ স্থাপন করে এর প্রধান হিসেবেও দীর্ঘকাল কাজ করেছেন তিনি। মালয়ালম চলচ্চিত্রে নবযুগের আবির্ভাবের পিছনে এই সংস্থার অবদান অবিস্মরণীয়। সংগঠক হিসেবে আদুরের বিশেষ দক্ষতা আছে, এনএফডিসি-র বোর্ড ডিরেক্টরও ছিলেন তিনি।

একেবারে প্রথম দিককার ছবি থেকেই [স্বয়ম্ভরম (১৯৭২) ও কোদিয়েত্তম (১৯৭৭)] আদুর গোপালের মৌলিকতা ও নিজস্বতা প্রমাণিত। যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে সুগভীর বাস্তবতাবোধ ও শৈল্পিক অন্তদৃষ্টি।

আদুরের তৃতীয় ছবি ‘এলিপ্পাথাইয়াম’ (The Rat trap)-এ এসে অন্তর্বাস্তবেও ডুব দেয়। অসাধারণ ইতিহাসচেতনা ও প্রতীকীময়তায় চিহ্নিত এই ছবি। ছবির কেন্দ্রীয় চরিত্র উন্নি উত্তরাধিকার সুত্রে পিতৃপুরুষদের কাছ থেকে পেয়েছে সামন্ততান্ত্রিক স্বেচ্ছাচারের সেই অধিকার— যাকে টিকিয়ে রাখা যায় শুধুমাত্র সামাজিক শোষণ ও অন্যায়ের মধ্য দিয়েই। পুরনো সংস্কার আর আধুনিককালেই সংঘাতের শিকার হয় সে, নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে পারে না, ফলে এক অদ্ভুত উদাসীনতা এসে গ্রাস করে তাকে। ছবির শেষে তার ভৌত অথবা আত্মিক মৃত্যুই ঘটে।

ছবিটি সারাবিশ্ব জুড়ে নন্দিত হয়েছে (যার মধ্যে আছে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের পুরস্কার)।

আদুরের ছবিতে ক্রমেই সমাজ চেতনা, মনস্তাত্তিক চেতনা ও রাজনৈতিক চেতনা মিলেমিশে গিয়ে তৈরি হতে থাকে সেই নান্দনিক বুনট— যা নির্দিষ্ট স্থান ও কালের অঙ্কে এবং রূপের কাঠামোয় ও রসের আভাসে আবদ্ধ হয়েও হয়ে উঠতে পারে একই সঙ্গে দেশোতীর্ণ ও কালোতীর্ণ।

সত্যজিৎ রায়ের মতো গোপালকৃষ্ণনও একজন টোটাল ফিল্ম-মেকার। অসাধারণ চিত্রনাট্য লেখেন তিনি। চিত্রপরিচালক হিসাবেও তিনি ধ্রুপদী থীম ও পরিশীলিত ট্রিটমেন্টের শিল্পী। এমন কি তার কোন কোন ছবির গল্পও নিজেই লিখেছেন তিনি।

মৌলিক নাটক রচনা করা ছাড়াও আদুর নাট্য ও নাট্যকার বিষয়ে একাধিক গ্রন্থের রচয়িতা। চলচ্চিত্র বিষয়ে তার প্রবন্ধাবলীর একটি সংকলন গ্রন্থও প্রকাশিত ও পুরস্কৃত হয়েছে।

বহু সংখ্যক তথ্যচিত্রও নির্মাণ করেছেন তিনি— যার মধ্যে উল্লেখযোগ্যঃ And Man Created, The myth, Guru Chengannur, Yakshagana, Chola Heritage, krishnanathan, The Ganges ইত্যাদি।

আদুর গোপালকৃষ্ণন ১৯৪১ সালের আজকের দিনে (৩ জুলাই) কেরালায় জন্মগ্রহণ করেন।

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.