Press "Enter" to skip to content

মালদায় বিপুল ক্ষতির মুখে আম চাষিরা…..।

Spread the love

গোপাল দেবনাথ : ১৭ মে, ২০২১। টানা দুবছর আমচাষে লাভের থেকে ক্ষতি হচ্ছে বেশি মালদায়। এবারেও মালদা জেলাজুড়ে ফজলি এবং হিমসাগর আমের ফলন হয়েছে প্রচুর। তবে ক্রেতা নেই বাজারে। এই আমচাষে লাভ আসতো মূলত বিদেশে রপ্তানি করে। এখন চারিদিকে মারণ ভাইরাস করোনার যা বাড়বাড়ন্ত এবং আংশিক লকডাউন চলছে তাতে বিদেশে এবছর আম বোধহয় রপ্তানি সেভাবে হবেনা। আমের ব্যাপক জোগান রয়েছে তবে চাহিদা নেই। এইসময় ব্যবসায়ীরা বিভিন্ন আমবাগান ঘুরে কেনার লিজ নিয়ে থাকেন। এখন তাদের দেখা নেই। পাশাপাশি পাইকারি বাজারেও অবস্থা খুবই খারাপ। যে  আম দু বছর আগে ৩০ থেকে ৪০ টাকা কেজি প্রতি বিক্রি হত। এখন তা কেজি প্রতি মাত্র ১০ টাকা! একুশে বিধানসভা নির্বাচনে মালদায় নির্বাচনী প্রচারে জানিয়েছিলেন – ‘এবার মালদার আম চাই, আমসত্ত্ব চাই, সেইসাথে চাই আমের আচার’। এবার বিধানসভার ফলাফলে তৃণমূল কে আশাতীত জয় দেখিয়েছে বাংলা। তাই মালদার আমচাষীদের আর্থিকভাবে রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ব্যবস্থা গ্রহণ এর আবেদন রেখেছে মালদার আমচাষিরা।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *