Press "Enter" to skip to content

মার্লিন সেরা পুজো – ২০২২…..।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৬ অক্টোবর, ২০২২ : সারা বিশ্বজুড়ে বাঙালি যেখানেই বসবাস করুক না কেন তাদের সর্ব শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব। বাঙালিদের দুর্গাপূজা এমন একটি উৎসব, যা সমস্ত ধর্ম এবং সংস্কৃতিকে একত্র করে তোলে। কনস্ট্রাকশন ও হাউসিং কমপ্লেক্স এর জগতে মার্লিন এর নাম দেশ জোড়া। এবছরে মার্লিন গ্রুপের সমস্ত হাউজিং কমপ্লেক্স জুড়ে অত্যধিক উৎসাহ ও আনন্দ বিশেষভাবে নজরে এল। মহামারীজনিত কারণে দুই বছরের ব্যবধানের পরে এই আবেগ এবং আনন্দের প্রকাশটি বেশ আকর্ষণীয় ছিল।

এবছর মার্লিনের সেরা পুজো ২০২২ এ চতুর্থ বছরে পদার্পণ করেছে। সেলিব্রিটি এবং মার্লিনের সদস্যদের দ্বারা একটি দুর্গাপূজা পরিক্রমার আয়োজন করা হয়েছিল, কলকাতা, হাওড়া এবং হুগলিতে অবস্থিত মার্লিন হাউজিং কমপ্লেক্স গুলির মোট ১৬টি আবাসন পরিদর্শন করা হয়েছিল।
সেরা পুজো এওয়ার্ড এর চতুর্থ বছরে বিচার করতে মহাষষ্ঠী, মহা সপ্তমী এবং মহাঅষ্টমীতে হাজির হয়ে ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। তারা মোট ১৬টি হাউজিং কমপ্লেক্স ঘুরে সেরা পূজো গুলিকে তুলে ধরেন।
মার্লিন গ্রুপ, ভারতের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট সংস্থা “মার্লিনের এর সেরা পুজো” প্রথম শুরু হয় ২০১৯ সালে, যা পশ্চিমবঙ্গের মার্লিনের নিজস্ব হাউজিং কমপ্লেক্স জুড়ে পূজা আয়োজক কমিটিগুলিকে অনুপ্রাণিত করার জন্য একটি স্বীকৃতি মাত্র। উদ্দেশ্য, দুর্গাপূজা উদযাপন এর বিষয়কে সকলের সামনে তুলে ধরা।


মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, শ্রী সাকেত মোহতা সাংবাদিকদের বলেন, “দুই বছরের স্থবির সময়ের পর এই দুর্গাপূজায় আমরা আবাসিকদের মধ্যে অতি উৎসাহি মিলন বিশেষভাবে অনুভব করেছি৷ দূর্গাপূজার জন্য ইউনেস্কো পুরস্কার সমগ্র এশিয়ার মধ্যে প্রথম আনন্দ যোগ করেছে এবং আমরা কলকাতার হয়ে অংশ হতে পেরে গর্বিত।

আমরা কলকাতা, হাওড়া এবং হুগলি জুড়ে দুর্গা পূজার আয়োজনে মার্লিন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের মধ্যে আনন্দের সাক্ষী হতে পেরেছি। আমাদের আবাসনের বাসিন্দাদের মধ্যে এই ইতিবাচক শক্তি এবং একতা অনুভব করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আগামী বছরগুলিতে মার্লিন এর সেরা পুজো পুরস্কারটি ধরে রাখব”।

More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.