মধুমিতা শাস্ত্রী : ২৫, নভেম্বর, ২০২০। ভারতের মুকুটে ফের আন্তর্জাতিক স্বীকৃতির পালক। ৪৮ তম আন্তর্জাতিক এমি পুরষ্কার মঞ্চে স্বীকৃতি পেল এক ভারতীয় ওয়েব সিরিজ। সেরা ড্রামা সিরিজের পুরষ্কার পেল নেটফ্লিক্সের ‘দিল্লি ক্রাইম’। ভারতের রাজধানী দিল্লিতে ২০১২ সালে এক তরুণীকে গনধর্ষন করে খুন করা হয়েছিল। যে ঘটনাটি নির্ভয়া কান্ড নামে গোটা বিশ্বে পরিচিত হয়েছিল। সেই ঘটনার স্মৃতি আজও অনেকের মনে দগদগে। সেই নির্ভয়া কান্ডের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে দিল্লি ক্রাইম ওয়েব সিরিজটি। এই সিরিজে ডেপুটি কমিশনার অব পুলিশ বর্তিকা চর্তুবেদীর ভূমিকায় অভিনয় করেছেন শেফালী শাহ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আদিল হুশেন। এছাড়া রাজশেখর স্তাইলান অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ২০১৯ সালে এই ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পায়। পরিচালনা করেছিলেন রিচি মেহেতা। মুক্তি পাওয়ার পরেই দর্শকদের মধ্যে সারা জাগিয়েছিল ওয়েব সিরিজটি।
করোনা মহামারীর আবহে এবছর এমি অ্যাওয়ার্ডস ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠান চলা কালীনই পরিচালক রিচি মেহেতা এই জয়কে মহিলা সমাজকে উৎসর্গ করেন। ভারত থেকে সেরা অভিনেতা বিভাগে অর্জুন মাথুর মনোনীত হয়েছিলেন। যদিও শেষপর্যন্ত তাঁর কপালে পুরষ্কারটি জোটেনি।

এমি অ্যাওয়ার্ডস হলো মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টেলিভিশন শোগুলির জন্য বার্ষিক পুরষ্কার। ১৯৪৯ সালে প্রথম এটি শুরু হয়। লস অ্যাঞ্জেলসের ‘অ্যাকাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস’ এই পুরষ্কার দিয়ে থাকে। পরবর্তীকালে টেলিভিশন শোয়ের পাশাপাশি ওয়েব সিরিজও এর অন্তর্ভুক্ত হয়। ১৯৭৩ সালে এমি সর্বপ্রথম আন্তর্জাতিক স্তরে পুরষ্কার প্রদান চালু করে। এই পুরষ্কারটি দেয় ‘ইন্টারন্যাশেনাল অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস’। আমেরিকা বাদে পৃথিবীর অন্যান্য দেশে যে সব টেলিভিশন শো ও ওয়েব সিরিজ তৈরি হয় তাদের জন্যই এই পুরষ্কারের ব্যাবস্থা

Be First to Comment