Press "Enter" to skip to content

মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন কামারহাটি পৌরসভার কাউন্সিলর দেবযানী মুখার্জি….।

Spread the love

সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩। আর মাত্র কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা। সকাল সকাল মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বার্তা প্রদান করলেন কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জি। আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুলের স্তবক, পেন এবং চকলেট তুলে দেন ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জি।

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা। আর তার আগে কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জির তত্ত্বাবধানে এলাকার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানো হয়। পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য দেখভাল করার আশ্বাস কাউন্সিলরের ।

কোনো পরীক্ষার্থীর বাড়িতে আর্থিক অনটন রয়েছে কিনা এবং তাদের পড়াশুনোর ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগবে কি না সেই সমস্ত খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে পরীক্ষার্থীদের শরীরের দেখভাল করার কথাও বলেন তিনি।

কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দেবযানী মুখার্জি বলেন, পরীক্ষা দোরগোড়ায়, হাতে খুব কম সময়। তাই বাড়ি বাড়ি ওদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হল। যাতে ওরা পরীক্ষায় ভালো ফল করার অনুপ্রেরণা পায়।

এর পাশাপাশি কাউন্সিলরকে পাশে পেয়ে খুশি পরীক্ষার্থীরাও। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরীক্ষার্থীরা বলে, বাড়ির লোকজন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাড়া এর আগে কেউ এভাবে উৎসাহিত করেননি।

এমন কি এদিন পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বার্তা প্রদান করতে গিয়ে এলাকার মানুষদের সুবিধা অসুবিধার কথা ও শোনেন কাউন্সিলর।

More from EducationMore posts in Education »
More from PoliticalMore posts in Political »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.