সায়ন দেবনাথ : মন্মথপুর, ৭ ফেব্রুয়ারি, ২০২৩।মাঘীপূর্ণিমা ও স্বামী প্রনবানন্দ মহারাজের ১২৮ তম আবির্ভাব তিথি উপলক্ষে দক্ষিণ ২৪ পরগণা জেলার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মন্মথপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে গ্রামীন পথে নামলো সুসজ্জিত বিশেষ প্রনব রথ।
আনন্দমুখর এই প্রণব রথযাত্রা এই বছর নবম বর্ষে পদার্পণ করলো৷ সঙ্ঘের সন্ন্যাসী, ভক্তদের উপস্থিতিতে আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের সাধন সিদ্ধবাণী ‘এযুগ মহাজাগরণ, মহাসমন্বয়, মহামিলন ও মহামুক্তির যুগ’ সংকল্পিত যাত্রার মহতি ভাবনা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে প্রায় চার কিলোমিটার পথ ধরে এই প্রণব রথ পরিক্রমা করে৷ জগতের কল্যাণে এই মহতী রথের মহারথী শিবাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ এবং রথের সারথি স্বয়ং ভগবান শিব শঙ্কর৷ এলাকার উৎসাহিত শতশত ভক্তদের দ্বারা প্রণব রথ পরিক্রমা শুভারম্ভ হয় মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে৷ তারপর ধীরে ধীরে বাঁশতলা কালনাগিনী নদী ঘাট, গিরিরচক মনসাতলা ও মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির, বিজননগর, দুর্গানগর, সার্ব্বজনীন বিশালাক্ষী মন্দির হয়ে মন্মথপুর প্রণব মন্দিরে এসে রথযাত্রার সমাপ্তি হয়৷
এই মহতী প্রণব রথযাত্রায় এলাকার বহু মানুষ যেমন পায়ে পা মিলিয়ে নিজেদের সাথে সমাজের কল্যাণ কামনায় সামিল হন, ঠিক তেমনই পথের দুই প্রান্থে শতশত উৎসাহিত সাধারণ মানুষ এই মহতী রথযাত্রার সাক্ষী হন৷
Be First to Comment