Press "Enter" to skip to content

মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য নতুন কম্পিউটার ল্যাব….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৩শে মে, ২০২৫: বাগবাজারে অবস্থিত মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, ১৯১৬ সালে তৈরি এই বিদ্যালয় বর্তমানে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হচ্ছে, আজ একটি নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করল। এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, নারী ও শিশু কল্যাণ উন্নয়ন দপ্তরের মাননীয়া মন্ত্রী ডঃ শশী পাঁজার প্রচেষ্টা ও উদ্যোগে। মার্লিন গ্রুপ ও সাউথ সিটি প্রজেক্টস তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শাখা অর্থাৎ সিএসআর -এর অংশ হিসেবে এই ল্যাব নির্মাণে সহায়তা করেছে।

ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডঃ শশী পাঁজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান ও সাউথ সিটি প্রজেক্টস-এর ডিরেক্টর শ্রী সুশীল মোহতা, এসএসএম কলকাতার চেয়ারম্যান শ্রী কার্তিক মান্না এবং বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা শ্রীমতী কুমকুম দত্ত মুখার্জি এবং এলাকার কাউন্সিলর পূজা পাঁজা সহ প্রাক্তনীরা। এই ল্যাবটিতে পাঁচটি কম্পিউটার দেওয়া হয়েছে এবং এটি ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষা ও কম্পিউটার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ শশী পাঁজা বলেন, আমাদের পাশে মার্লিন গ্রুপ এবং সাউথসিটি গ্রুপ এগিয়ে এসছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি আমার পক্ষ থেকে সমস্ত রকম ভাবে এদের সকলের পাশে থাকার এবং ভবিষ্যতেও থাকব। আমি ইতিমধ্যেই আমার বিধায়ক তহবিল থেকে এই ক্লাসরুম তৈরি করেছি। এই স্কুল ১০০ বছরের পুরোনো হওয়ার এদের ছাদ মেরামতির জন্য আমি ব্যবস্থা করেছি, যার কাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে।

মার্লিন গ্রুপের চেয়ারম্যান ও সাউথ সিটি প্রজেক্টসের ডিরেক্টর শ্রী সুশীল মোহতা বলেন, “এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সামান্য ভূমিকা রাখতে পেরে আমরা গর্বিত। কম্পিউটার ল্যাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা ডিজিটাল শিক্ষার সঙ্গে পরিচিত হবে। মার্লিন গ্রুপ সবসময় সমাজের প্রতি দায়বদ্ধ এবং এই উদ্যোগ আমাদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতিরই অংশ।”

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *