শ্রীজিৎ চট্টরাজ : কলকাতা, ১১ ফেব্রুয়ারি, ২০২৩।আজ পর্যন্ত যত মুখ্যমন্ত্রী এই বাংলায় ছিলেন তাঁরা কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মত কাজ করেননি। আপনারাই দেশের ওয়াচ ডগ। স্বতন্ত্র দৃষ্টি রাখবেন বাংলার যে উন্নতি মমতা ব্যানার্জী করছেন তা যেন ধান্দাবাজ উই পোকারা ঘুন ধরাতে না পারে। আপনারা শুধু রাজ্য সরকারি কর্মী নন, আপনারা প্রযুক্তিবিদ। বিশ্বকর্মা।
শনিবার সকালে কলকাতার মহাজাতি সদনে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের অষ্টম রাজ্য সম্মেলনে প্রধান অতিথির ভাষণে একথাই বলেন রাজ্যের মন্ত্রী ডা: মানস ভূইঁয়া। সংগঠনের সদস্যদের রাজ্য গঠনের শপথ নেওয়ালেন মানস ভূঁইয়া।
সংগঠনের মহা সচিব সুব্রত ঘোষ বলেন, ২০১৫ সালে ৩০ আগস্ট থেকে এই সংগঠনের গণতান্ত্রিক কাঠামোয় পথচলা শুরু। রাজ্যের পরিষেবায় সংকীর্ণ দলবাজির বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ ইঞ্জিনিয়ারদের নিয়ে এই সংগঠন কাজ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সোনার বাংলা নির্মাণে আমরা সহায়ক হয়ে থাকবো।সংগঠন যখন গড়ে উঠেছে তখন আমাদের কিছু দাবি থাকাটাই স্বাভাবিক। আমাদের অভিভাবক আমাদের দাবিগুলি যে বাস্তবচিত সেকথা এই সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বলে গেলেন।
সংগঠনের পক্ষে যে দাবিগুলি সামনে আনা হয়েছে তার মধ্যে আছে ১) প্রত্যেক দফতরে সর্বোচ্চ স্তরে ইঞ্জিনিয়ার ক্যাডারকে পদোন্নতি , ২) প্রত্যেক দফতরে বিভিন্ন স্তরে পদোন্নতির জটিলতার জট ছাড়িয়ে পদোন্নতির ব্যবস্থা, ৩) ক্যাডারভিত্তিক বদলি নীতি তৈরি করতে হবে।
৪)চুক্তিভিত্তিক কর্মীদের অভিজ্ঞতাকে পি এস সি পরীক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার সহ ভাতা বৃদ্ধি করা। দর্শকপূর্ণ মহাজাতি সদনে সংগঠনের সভায় দূরদূরান্ত জেলা থেকে হাজির হন কয়েক হাজার প্রতিনিধি।
Be First to Comment