সায়ন দেবনাথ : মন্মথপুর, ১৫ নভেম্বর ২০২৩। বিশ্বকল্যাণে প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের মহান আদর্শকে পাথেয় করে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরে গণ ভাইফোঁটা ও মিলনোৎসবের আয়জন করা হয়। স্বামী প্রণবানন্দজী মহারাজের ত্যাগের মহামন্ত্র আজ থেকে শতবর্ষ পূর্বে গ্রহণ করেছিলেন। সেই মহান ত্যাগের পূর্ণকালে ১০০ জন ভাইহীন বোন এবং ১০০ জন বোনহীন ভাই মিলিত ভাবে এই ফোঁটায় অংশগ্রহণ করে। দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্মথপুর প্রণব মন্দির এই আয়োজনে ভাই বোনদের জন্য ঐতিহ্য ও নিয়মানুযায়ী ফল মিষ্টির সাথে সামান্য উপহার তুলে দেওয়া হয়। স্থানীয় এলাকায় ভীষণ খুশির সাথে এই মহতি অনুষ্ঠান বঞ্চিত ভাই বোনদের সাথে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন।
এছাড়া সঙ্ঘের উত্তর ২৪ পরগণার ন্যাজাট থানা অন্তর্গত কানমারী প্রণবানন্দ বিদ্যামন্দিরে ভাইহীন বোন এবং বোনহীন ভাইদের মধ্যে এই গন ভাই ফোঁটার আয়োজন করা হয়। সেখানেও এলাকার মানুষের সাথে স্থানীয় বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকরা অংশ নেন।
Be First to Comment