সংগীতা চৌধুরী : কলকাতা, ৪ ডিসেম্বর, ২০২২। সম্প্রতি ‘মনোস্কোপ’ ও রোটারক্ট ক্লাবের যৌথ উদ্যোগে ‘ মাইন্ড – ও- টেস্ট ‘ নামক একটি অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মনোবিজ্ঞান সম্পর্কিত নানাবিধ ভ্রান্ত ধারনা দূরীকরণ। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন মানসিক অসঙ্গতি নিয়েও আলোচনা হয় যাতে সমাজ সচেতন হয়। আমাদের জীবন যাপনের গুনগত মান কি ভাবে বাড়ানো যায় অনুষ্ঠানে সে বিষয়টিও আলোচিত হয়েছে। অনুষ্ঠানের শেষে অল্প বয়সীদের জন্য কেরিয়ার নিয়েও আলোচনা হয়।
এদিনের বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অভিজিৎ হানসা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ঘোষ, তাছাড়া ছিলেন খ্যাতনামা ড. সঞ্জয় গার্গ ও ড. এস.ব্যানার্জি। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং আগ্রহী বহু মানুষ। বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট অতিথিগন এবং উপস্থিত সদস্য-সদস্যাবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন মনোবৈজ্ঞানিক মূল্যায়ন ও কাউন্সেলিং করা হয়।
পুরো অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে আয়োজিত হয়। ‘মনোস্কোপ’-এর কর্ণধার সোমদত্তা ব্যানার্জির আশা ভবিষ্যতে আরো অনেক বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা। ‘মনোস্কোপ’ – অন্য আরেক বিশেষ সদস্যা সৌজন্যা দাস সহ সকলেই এই মানব কল্যাণকর অনুষ্ঠানের জন্য বিশেষ আশাবাদী। বর্তমান সময়ে অস্থির পরিস্থিতিতে ভবিষ্যতে এইরকম আরো অনুষ্ঠান সমাজের জন্য কল্যাণকর।
Be First to Comment