সোমশুভ্র চক্রবর্তী :-
আচ্ছা, একটা গল্প বলি শোন্।
একটা আছে ছোট্ট মনের কোণ,
স্বপ্নলোকের রং ধরেছে তাতে।
বসলে ছাদে জোছনা ভেজা রাতে,
ঝির ঝির ঝির কষ্টগুলো ঝরে,
পরীর পাখায় দুঃখ খেলা করে।
সোনার কাঠি রুপোর কাঠি ছুঁয়ে
সোনার চাঁপা লুটিয়ে পড়ে ভুঁয়ে –
ঘুমের আবেশ জলের অতল টানে
বেরায় ছুটে নীল বেদনার গানে।
সুখ! সে তো জোনাক রাতের আলো
ঝলমলিয়ে ফের কোথা পালালো!
কান্নাগুলো খুশির চাদর গায়ে
মনের কোণে নিত্য আসে যায়।
সবুজ শিশির, সাঁঝ আকাশের তারা,
লুকিয়ে থাকে সেই কোণেতে যারা,
কথার ডানায় ছড়িয়ে যেন পড়ে
জগৎ ছাওয়া বিরাট এ সংসারে।
বিশ্বলোকে আপন যত কথা
টুকরো হাসি, গহীন আঁধার ব্যাথা,
মিশিয়ে দিয়ে আকাশ পানে চাওয়া
সব বিলিয়ে নতুন কিছু পাওয়া।
মনের কোণ, আর বিশ্বচরাচর
দেখবি কেমন মিলছে বরাবর।
বিশ্বলোকের রং ধরবে তাতে।
বসলে এসে জোছনা ভেজা রাতে,
ঝির ঝির ঝির সুখের বৃষ্টি পরে,
উঠোন ভেজে আকাশ খোলা ঘরে।
Be First to Comment