গোপাল দেবনাথ – আমরা সবাই সাধারণ স্বাস্থ্যের কথাই চিন্তা করি কিন্তু মনের ও যে স্বাস্থ্য থাকে সে কথা সবাই ভুলে যাই। আজকের দিনে এটা একটা জ্বলন্ত সমস্যা। আগেকার দিনের মতো মা ও বাবা কর্মজীবনের চাপে তাদের ছেলে মেয়েদের ঠিক ভাবে সময় দিতে পারেন না। স্কুলে পড়াশুনার অত্যাধিক চাপ অন্য দিকে রেজাল্ট নিয়ে বাড়ির চাপ বহু ছাত্রছাত্রী এই সকল পরিস্থিতি সামলাতে না পেরে নিজের জীবনের প্রতি কঠিন সিধ্যান্ত নিয়ে জীবন হানি পর্যন্ত ঘটায়। কলকাতায় পার্ক হোটেলে মানসিক স্বাস্থ্যের উপরে কলকাতার বাছাই করা স্কুলের প্রিন্সিপাল বা সম মর্যাদার শিক্ষক শিক্ষিকার দের নিয়ে “মেন্টাল হেলথ কারিকুলাম ইন স্কুলস” নামে একটি ওয়ার্কশপ যৌথ ভাবে আয়োজন করে ম্যাকমিলান এবং ফর্টিজ হেলথ কেয়ার। ফর্টিজ ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের ডিরেক্টর ডঃ সমীর পরিখ এই একদিনের ওয়ার্কশপে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের সমস্ত দিক তুলে ধরেন। কিভাবে শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্র ছাত্রীদের প্রকৃত বন্ধু হয়ে সমস্ত সমস্যা সমাধান করতে পারে তারও খুটিনাটি আলোচনা করেন। একই অনুষ্ঠানে তার ই লেখা “টকিং আব্যাউট মেন্টাল হেলথ ইন দি ক্লাস রুম: এ মেন্টাল হেলথ কারিকুলাম ফর টিচার্স”
বইটির ও আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। সর্বমোট ৬০জন শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
Be First to Comment