নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৫ এপ্রিল ২০২৩। করোনা অতিমারীর ধাক্কা কাটিয়ে ওঠার পর গত সোমবার পুনরায় বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন করল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোর কিশোরীদের প্রশিক্ষণ কেন্দ্র তুলির টানে।
গত ২৪ এপ্রিল দক্ষিণ কলকাতার ‘মধুসূদন মঞ্চ’-এ নিজেদের ২৫ তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন করল ‘তুলির টানে’ সংস্থা।
বাৎসরিক অনুষ্ঠান শুরুর আগে প্রশিক্ষণ কেন্দ্র-র অধ্যক্ষা নুপুর মুখার্জি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, “সংস্থার মোট ৭৭ জন শিক্ষার্থী এইদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, এর পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবিকাগণও বাৎসরিক অনুষ্ঠানে বিশেষ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।”
বলে রাখা ভালো, রবীন্দ্রসঙ্গীত ও নাচের সাথে ওডিসি, ভারতনাট্যম, কত্থক এবং আধুনিক, পল্লিগীতি ও মার্গসঙ্গীতের ছোঁয়ায় অনুষ্ঠান হয়ে উঠেছিল বর্ণোজ্জ্বল।
এই অনুষ্ঠান মঞ্চেই দুই কৃতি মানুষের সাথে ওডিসি নৃত্যের শিক্ষার্থীদের বিশেষ কৃতিত্ব প্রদর্শন করার জন্য সন্মান জানানো হয়। করোনা অতিমারীর সময়ে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ও ছাত্রীদের অনলাইন এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়, কি ভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়ে ছিল প্রশিক্ষণ কেন্দ্র-র অধ্যক্ষা নুপুর মুখার্জি তার বক্তব্যে বিস্তারিত ভাবে বলেন।
এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব অত্যন্ত মনোগ্রাহী হয়েছিল। বিশেষভাবে উল্লেখ করতে হয় বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নাচ সেইসাথে ওডিসি নৃত্য এবং মায়েদের অসাধারণ নাচ দর্শক শ্রোতাদের নজর কেড়েছে।
Be First to Comment