Press "Enter" to skip to content

মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া-তে অত্যাধুনিক মাস্কিউলোস্কেলেটাল (MSK) রেডিওলজি ক্লিনিকের সূচনা….।

Spread the love

পূর্ব ভারতে নিখুঁত রোগনির্ণয় ও ইমেজ-গাইডেড চিকিৎসাকে আরও শক্তিশালী করল মণিপাল হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৩ ডিসেম্বর ২০২৫: উন্নত, রোগী-কেন্দ্রিক রোগনির্ণয় ও মিনিমালি ইনভেসিভ চিকিৎসার প্রতি তাদের প্রতিশ্রুতি আরও জোরদার করে, ভারতের অন্যতম বৃহৎ হাসপাতাল নেটওয়ার্ক মণিপাল হাসপাতাল গ্রুপ-এর একটি ইউনিট মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া আজ তাদের মাস্কিউলোস্কেলেটাল (MSK) রেডিওলজি ক্লিনিক-এর সূচনা ঘোষণা করল। এই বিশেষায়িত ক্লিনিকটি হাড়, জয়েন্ট, পেশি, স্নায়ু এবং খেলাধুলা সংক্রান্ত আঘাতের জন্য উচ্চ-রেজোলিউশন ইমেজিং ও ইমেজ-গাইডেড চিকিৎসা পরিষেবা প্রদান করবে।
রেডিওলজি, অর্থোপেডিক্স, ক্রিটিক্যাল কেয়ার এবং হাসপাতাল প্রশাসনের বিশিষ্ট বিশেষজ্ঞ ও শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ডা. হিরক রায় চৌধুরী, কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান – রেডিওলজি; ডা. সুভাষ কুমার তোদি, ডিরেক্টর – ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট; ডা. কাঞ্চন ভট্টাচার্য, কনসালট্যান্ট – অর্থোপেডিক্স, ডা. কৌশিক দত্ত, কনসালট্যান্ট – নিউরোলজি সকলেই মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া থেকে, পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রী দিলীপ কুমার রায়, হাসপাতাল ডিরেক্টর, মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া।
অর্থোপেডিক্স, রিউমাটোলজি, নিউরোলজি, অনকোলজি এবং স্পোর্টস মেডিসিনের জন্য একটি সমন্বিত সেন্টার হিসেবে পরিকল্পিত এই MSK রেডিওলজি ক্লিনিকে উচ্চ-রেজোলিউশন USG ও MRI-এর পাশাপাশি একাধিক ইমেজ-গাইডেড ডায়াগনস্টিক ও থেরাপিউটিক প্রক্রিয়া উপলব্ধ থাকবে। এর মাধ্যমে আরও নিখুঁত রোগনির্ণয়, দ্রুত ব্যথা উপশম এবং দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব হবে।
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ডা. হিরক রায় চৌধুরী, কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান – রেডিওলজি, মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া বলেন, “MSK রেডিওলজি ক্লিনিক চালু হওয়া মানে মাস্কিউলোস্কেলেটাল রোগের রোগনির্ণয় ও চিকিৎসায় একটি বড় অগ্রগতি। উচ্চ-রেজোলিউশন ইমেজিং এবং ইমেজ-গাইডেড হস্তক্ষেপের মাধ্যমে আমরা মিনিমালি ইনভেসিভ ও অত্যন্ত নির্ভুল চিকিৎসা দিতে পারছি, যার ফলে রোগীরা দ্রুত সুস্থ হন, ব্যথা কমে এবং দীর্ঘমেয়াদে ফলাফল অনেক ভালো হয়।”
এই ক্লিনিকে পেরিফেরাল নার্ভ ইমেজিং ও ইন্টারভেনশন, নার্ভ ব্লক ও অ্যাবলেশন, PRP ইনজেকশন, নরম টিস্যু, হাড়, পেশি ও স্নায়ুর বায়োপসি, ইমেজ-গাইডেড অনকোলজি ইন্টারভেনশন এবং কার্পাল টানেল সিনড্রোম, ফ্রোজেন শোল্ডার, আর্থ্রাইটিস, বার্সাইটিস ও স্পোর্টস ইনজুরির মতো রোগের বিশেষায়িত চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে।
মাল্টিডিসিপ্লিনারি প্রভাবের কথা তুলে ধরে ডা. কাঞ্চন ভট্টাচার্য, কনসালট্যান্ট – অর্থোপেডিক্স, মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া বলেন, “অর্থোপেডিক দৃষ্টিকোণ থেকে সঠিক ইমেজিংই কার্যকর চিকিৎসা ও নিখুঁত সার্জিক্যাল পরিকল্পনার ভিত্তি। এই MSK রেডিওলজি ক্লিনিক আমাদের প্রাথমিক পর্যায়েই আঘাত ও ডিজেনারেটিভ সমস্যাগুলি শনাক্ত করে লক্ষ্যভিত্তিক, ইমেজ-গাইডেড চিকিৎসা করতে সাহায্য করবে, যা রোগীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।”
রোগী সুরক্ষা ও ক্লিনিক্যাল উৎকর্ষতার ওপর জোর দিয়ে ডা. সুভাষ কুমার তোদি, ডিরেক্টর – ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া বলেন, “মিনিমালি ইনভেসিভ, ইমেজ-গাইডেড প্রক্রিয়াগুলি বর্তমানে রোগীর ঝুঁকি ও সুস্থ হয়ে ওঠার সময় কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ক্লিনিকটি আমাদের ব্যথা, প্রদাহ এবং জটিল মাস্কিউলোস্কেলেটাল সমস্যাগুলি নিরাপদে পরিচালনার সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে, বিশেষ করে যেসব রোগীর একাধিক কো-মরবিডিটি রয়েছে।”
এই ক্লিনিকের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইমেজ-গাইডেড MSK ইন্টারভেনশন চালু করা হয়েছে, যেগুলি উচ্চ সাফল্যের হার, নির্ভুল ওষুধ প্রয়োগ এবং দ্রুত ব্যথা উপশমের জন্য পরিচিত। এর ফলে কলকাতা ও আশপাশের এলাকার রোগীরা বাড়ির কাছেই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দিলীপ কুমার রায়, হাসপাতাল ডিরেক্টর, মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া বলেন,
“MSK রেডিওলজি ক্লিনিকের সূচনা মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ার নির্ভুলতা-নির্ভর, রোগী-কেন্দ্রিক চিকিৎসার প্রতি আমাদের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। উন্নত ইমেজিং ও ইমেজ-গাইডেড চিকিৎসাকে একটি বিশেষায়িত প্ল্যাটফর্মে নিয়ে এসে আমরা ক্লিনিক্যাল ফলাফল আরও উন্নত করছি, সুস্থ হয়ে ওঠার সময় কমাচ্ছি এবং পূর্ব ভারতের রোগীদের জন্য বিশ্বমানের রোগনির্ণয় ও মিনিমালি ইনভেসিভ চিকিৎসা বাড়ির কাছেই নিশ্চিত করছি।”

About Manipal Hospitals
As a pioneer in healthcare, Manipal Hospitals is among the top healthcare providers in India serving over 8 million patients annually, with a focus on providing affordable, high-quality healthcare services. Manipal’s integrated network today has a pan-India footprint of 49 hospitals across 24 cities with 12,600 licensed beds, and a talented pool of 11,000+ doctors and an employee strength of over 34000.
Manipal Hospitals provides comprehensive curative and preventive care for a multitude of patients from around the globe. Manipal Hospitals is AAHRPP accredited and most of the hospitals in its network are NABH, NABL, ER, Blood Bank accredited and recognized for Nursing Excellence.

More from HealthMore posts in Health »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.