মোল্লা জসিমউদ্দিন , মঙ্গলকোট,১৮ জানুয়ারি ; রবিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নুতনহাট এলাকায় এক বস্ত্রবিলি কর্মসূচি চললো। নুতনহাট এ.কে.এম উচ্চবিদ্যালয়ের সামনে ‘সারা বাংলা আহলে সুন্নাত হানাফী জামায়াত’ এর পরিচালনায় তিন শতাধিক দুস্থ এলাকাবাসীদের শীতবস্ত্র বিতরণ পর্ব চললো। এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের রাজ্য সম্পাদক তথা হুগলির বাসুবাটী দরবার শরীফের মেজ হুজুর পীরজাদা সৈয়দ তাফহীমূল ইসলাম, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আব্দুল গনি, প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম, বিশিষ্ট সমাজসেবী শফিকুল ইসলাম ( দুলাল) , রহিম মল্লিক প্রমুখ। এদিন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি তাঁর বক্তব্য পেশে ওয়াকফ বোর্ডের নানান উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন। সেইসাথে ওয়াকফ সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর,রেকর্ড সংশোধন করা যায়না।সেই বিষয়ে জনসচেতনতা মূলক আলোকপাত করেন। সারা বাংলা আহলে সুন্নাত হানাফী জামায়াত সংগঠনের স্থানীয় উদ্যোক্তা মোল্লা শাহজাহান (নিপু) বলেন – ” আমাদের এহেন মহতি উদ্যোগে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের কে ধন্যবাদ “
মঙ্গলকোটে বস্ত্রবিলিতে ওয়াকফ চেয়ারম্যান……।
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment