শতভিষা দত্ত, কলকাতা, ১২ ফেব্রুয়ারি, ২০২২। শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগরে পুরভোট নির্বিঘ্নেই শেষ হয়েছে । গড়ে ভোটদানের হার ৭২% জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য। ভোট পর্ব মিটতেই তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, যথেষ্ট শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে ঐ ভোট পর্ব। তবে দু একটি বিক্ষিপ্ত ঘটনাও সামনে এসেছে। জামুড়িয়াতে বিরোধী দলের প্রার্থীকে ভয় দেখানোর জন্য গুলি চালানোর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যায় পুলিশ। কমিশনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিধাননগরে ৭২.০২% ভোট পড়েছে। এরপর হুগলি জেলা। চন্দননগরে ৭১.৪৯% ভোটদানের হার । ৭১.৮৭% শিলিগুড়িতে ভোট পড়েছে এবং পশ্চিম বর্ধমান জেলার ৭১.৬৭% আসানসোলে ভোট সম্পন্ন হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ফলাফল বেরোবে। যদিও আসানসোলে পাঁচটি ভোট মেশিন বিকল হয়ে পড়ে দুই বুথে ।
এক পুলিশ কর্মী ও আহত হয়েছেন। বিরোধী দলের প্রার্থীকে ভয় দেখানোর পাশাপাশি বুথ দখল, ভোটারদের ভীতি প্রদর্শন ও ভুয়ো ভোটারদের উপস্থিতি নিয়ে ও সরব কংগ্রেস ও বামপন্থীরা। বিজেপিও একাধিক অভিযোগ তোলে। শাসকদলের হয়ে কমিশন ও পুলিশ কাজ করেছে বলে অভিযোগ। যদিও সদুত্তর মেলেনি।
Be First to Comment