নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ অক্টোবর ২০২৪। সদলবলে এগিয়ে এলেন ভূতের রাজা। একটি দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে হাঁকডাক শুরু করলেন, ডিম কারবারি, এই ডিম কারবারি। ডাক শুনে সস্ত্রীক বেরিয়ে এলেন ডিম ব্যবসায়ী ঢপেশ্বর পাটোয়ারি। ভুতের রাজা তার একমাত্র মেয়ে কঙ্কনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন ঢপেশ্বরের ছেলে পলাশের সঙ্গে। ভূত কন্যার সঙ্গে নিজের ছেলের বিয়ে! শুনে তো অজ্ঞান হওয়ার অবস্থা ঢপেশ্বরের। পরে অবশ্য জানা গেল, কঙ্কনা আসলে মনুষ্য কন্যা, জন্মের পরেই তাকে জঙ্গলে কুড়িয়ে পায় ভূত রাণী এবং নিজের সন্তানের মতোই মানুষ করে। সব জানার পর ঢপেশ্বর এই বিয়েতে সম্মতি দেন। কিন্তু হঠাৎ দলবল নিয়ে অকুস্থলে এসে হাজির হন গাঁয়ের প্রধান, সঙ্গে তার ন্যাকা মেয়ে শ্যামলী। সেও চায় ঢপেশ্বরের ছেলে পলাশকে বিয়ে করতে। শুরু হয়ে যায় গন্ডগোল। মেয়ে বায়না ধরে বিয়ে না করে সেখান থেকে যাবেই না! অবশেষে প্রধানের শাগরেদ অজয়কে ডেকে এনে তার সঙ্গে নিজের মেয়ে শ্যামলীর বিয়ে দিয়ে পরিস্থিতি সামলান প্রধান। পলাশ এবং কঙ্কনার বিয়েও নির্বিঘ্নে হয়ে যায় ভূত মানুষের উপস্থিতিতে।
বর্ষা বিঘ্নিত অপরাহ্নে আগরপাড়ার একটি দোতলা বাড়ি সংলগ্ন এলাকায় শুটিং চলছিল পূর্ণেন্দু হালদারের ভূত মানুষ নিয়ে মজার ছবি ভুতনি বউ-এর। ভূতের রাজার ভূমিকায় জমিয়ে অভিনয় করলেন পরান বন্দ্যোপাধ্যায়। ঢপেশ্বরের চরিত্রে পরিচালক পূর্ণেন্দু হালদারও কম যান না। সঙ্গে যোগ্য সঙ্গত করলেন প্রধানের চরিত্রে ডা:অমিতাভ ভট্টাচার্য, অজয়ের চরিত্রে বিশ্বনাথ বসু। নায়িকা কঙ্কনার চরিত্র অভিনয় করছেন মৌবনি সরকার। প্রধানের স্ত্রী-র চরিত্রে ধৃতিকণা ভট্টাচার্য, ঢপেশ্বরের স্ত্রী-র চরিত্রের সুমা চক্রবর্তী এবং ভূত রানীর চরিত্রে অভিনয় করছেন রীতা মান্না। এছাড়া অন্যান্য চরিত্রে ভোলা তামাং, রাকেশ, ডা: অগ্নিপর্ণা চক্রবর্তী, সুস্মিতা মন্ডল জয়ন্ত দাস, মানসী ঘোষ, সন্দীপ রায়, দেবাশিস সেনগুপ্ত, পায়েল রায় ও অন্যান্যরা। সূত্রধরের ভূমিকায় রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়।
কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনা পূর্ণেন্দু হালদার। চিত্রগ্রহণ এবং সম্পাদনা শাহবাজ খান। সঙ্গীত পরিচালনা ওম অরূপ। নেপথ্য কণ্ঠে সুজয় ভৌমিক, জয়া হালদার ও অভি। নিবেদনে নিউ ওয়েব ফিল্ম। প্রযোজনায় মহম্মদ রহিম।
প্রথম পর্যায়ের শুটিং শেষ। পরিচালক জানালেন, পরবর্তী পর্যায়ে শুটিং শুরু হবে পুজোর মাস গেলেই। আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ ছবিটি রিলিজের সম্ভাবনা রয়েছে।
ভূত মানুষের মজাদার গল্প নিয়ে ভূতনি বউ….।

More from CinemaMore posts in Cinema »
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- দুর্গাপূজার আগে প্রকাশিত ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’-র ট্রেলার….।
- TEAM DEBI CHOWDHURANI AT THE MITRA CAFÉ….
- টলি স্টার অ্যাওয়ার্ডের পোস্টার লঞ্চে তারার হাট….।
- নিউটাউনে প্রশিক্ষণ কেন্দ্র গো লাইভ স্টোরী….।
- পিডিএফ শর্টস ৩.০ – বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব….।
More from EntertainmentMore posts in Entertainment »
- 26th CABLE TV SHOW 2025 Kolkata takes off; Celebrating 30 Years of CTMA Excellence…..
- ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়…।
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
More from InternationalMore posts in International »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সাফ ক্লাব কাপ খেতাব জয়ী লাল হলুদ মেয়েদের সম্বর্ধনা…..।
- বি এস ইউ প্রয়াস মক টেস্ট এর উদ্যোগে দ্বিতীয় মক টেস্ট শুরু হল….।
- মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া-তে অত্যাধুনিক মাস্কিউলোস্কেলেটাল (MSK) রেডিওলজি ক্লিনিকের সূচনা….।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।

















Be First to Comment