বাংলা ভাষা / মতিলাল পটুয়া
ভাষা আমার দুর্বলতা
ভাষা নারীর টান
ভাষা আমার দুর্বলতা
ভাষা আমার প্রাণ
ভাষা আমার দুর্বলতা
ভাষা পিতা মাতা ,
ভাষা আমার দুর্বলতা
ভাষা বিশ্ব দাতা ।
ভাষা আমার দুর্বলতা
ভাষা আমার রথী ,
ভাষা আমার দুর্বলতা
ভাষা আমার গতি ।
ভাষা আমার দুর্বলতা
ভাষা আমার ধ্যান ,
ভাষা আমার দুর্বলতা
ভাষা দিব্যজ্ঞান ।
ভাষা আমার দুর্বলতা
ভাষা জীবন মরন,
ভাষা আমার দুর্বলতা
ভাষা স্বপ্ন পূরণ ।
ভাষা আমার দুর্বলতা
ভাষা আমার মান ,
ভাষা আমার দুর্বলতা
ভাষা আমার দান ।
ভাষা আমার দুর্বলতা
ভাষায় পথ চলা ,
ভাষা আমার দুর্বলতা
ভাষায় কথা বলা ।
ভাষা আমার দুর্বলতা
ভাষা রক্ত রঙ ,
ভাষা আমার দুর্বলতা
ভাষা গুপ্ত ধন ।
ভাষা আমার দুর্বলতা
সাগর নদী নালা ,
ভাষা আমার দুর্বলতা
সবুজ গাছপালা ।
ভাষা আমার দুর্বলতা
পাখির কলতান ,
ভাষা আমার দুর্বলতা
ভাটিয়ালি গান ।
ভাষা আমার দুর্বলতা
ভাষায় কাটে বেশ ,
ভাষা আমার দুর্বলতা
ভাষায় হব শেষ ।
Be First to Comment