বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১৫ জুলাই, ২০২৩। গত ১৪ ই জুলাই শুক্রবার মুক্তি লাভ করলো “দ্যা হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট” প্রযোজিত নতুন বাংলা ছবি “রহস্যদ্বীপ”। হল ফেরত এক দর্শক বলেন এই ছবিটি আমরা মানে দর্শকদের খুব ভালো লেগেছে এবং আশা রাখি আগামীদিনেও লাগবে। ছবিটি খুব সুন্দর হয়েছে আর এই ছবিটি ছোট থেকে শুরু করে বড়দের ও ভালো লাগবেই এই কথা জোর দিয়ে বলা যেতে পারে।
ঐতিহ্যপূর্ণ বাংলা সিনেমা জগতে এই প্রথমবার অন্য গ্রহের জীবকে নিয়ে ভিন্ন ধরনের একটি ছবি বানানো হয়েছে। ছবিটি এতটাই মনমুগ্ধকর যে দর্শকদের সিনেমা হলে বসিয়ে রাখা সম্ভবপর হবে। আশা করা যায় এই ছবি ছোট থেকে বড় সবাইকে হল মুখি করবে।
Be First to Comment