ডাঃ গৌতম ভট্টাচার্য : অর্থোপেডিক সার্জেন।
ভালোবাসি বলার আগে এক অদ্ভুত রোমাঞ্চ থাকে,
তাকানোয়, কথা বলা, অপেক্ষায়
“ভালোবাসি” বলার আগে একটা রহস্য থাকে ।।
উৎকন্ঠায় ভরা থাকে নিঃশ্বাস একটা শিরশিরানী জাগানো অনুভূতি বয়ে যায় শিরদাঁড়া থেকে হৃৎপিণ্ডে।।
“ভালোবাসি” বলার আগে কাগজ নৌকয় ভেসে যায় কথা,
এই ভাবে বলা যায় নাকি ভালোবাসি-ভালোবাসি ।।
সেই সব পছন্দ না হওয়া শব্দগুচ্ছ জলে সম্পৃক্ত হয়ে যায়,
“ভালোবাসি” বলার আগে একটা নীলাভ স্বপ্ন আচ্ছন্ন করে রাখে
আবেশে ভরিয়ে রাখে এক মাদকীয় অস্পষ্টতা ।।
ভালোবাসি বলার আগেই বোধয় সব আকুলতা, সব অতৃপ্ত, সব আকাঙ্খা,
ভালোবাসার আগেই পাতার উপর বৃষ্টি পড়লে কান পেতে রাখি
তার টাটকা গন্ধতে স্নাত হওয়ার উন্মাদনায় ।।
ভালোবাসি বলার আগে হয়তো বেশি ভালোবাসি,
বলা হয়েগেল সব উত্তর পাওয়া যায়,
সব রহস্যের রোমাঞ্চের সমাপ্তি রেখে তাই ভালোবাসি বলার আগে খুব ভালোবাসে নিতে শেখো ।।
Be First to Comment