Press "Enter" to skip to content

ভারত সেবাশ্রম সঙ্ঘে শ্রী শ্রী ত্রিশুল উৎসব…..।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কানমারী, ৬ জানুয়ারি, ২০২৩।পুণ্যময়ী পৌষ পূর্ণিমা উপলক্ষে ত্রিশুল উৎসব পালিত হচ্ছে রাজ্য জুড়ে। এই দিনে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজ জগতের কল্যানে শ্রীশ্রী ত্রিশূল উৎসবের সুচনা করেছিলেন ৷

তখন তিনি বাংলাদেশের বাজিতপুরের ব্রহ্মচারী বিনোদ। সাধন কুটিরে বসেই নিজের হাতের ত্রিশূলটি মাটিতে পুতে দৃঢ় সঙ্কল্প নিয়ে পদ্মাসনে বসেন। যতক্ষণ “সিদ্ধি” লাভ না করতে পারবেন ততক্ষন এই আসন পরিত্যাগ করবেন না বলে প্রতিজ্ঞা করেন। দীর্ঘ একমাস এভাবে পদ্মাসনে বসেন এরপর পূণ্যময়ী শ্রীশ্রী মাঘী পূর্ণিমার গোধুলী লগ্নে সিদ্ধিলাভ করেছিলেন। পৌষ পূর্ণিমা থেকে মাঘীপূর্ণিমা এই এক মাসকে সঙ্ঘাশ্রিত ভক্তগণ “সঙ্কল্প মাস” বলেই জানেন।

তাই এই দিন পৌষ পূর্ণিমায় কলকাতার  বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা সহ হিন্দু মিলন মন্দিরের সাথে উত্তর ২৪ পরগণা জেলার ভারত সেবাশ্রম সঙ্ঘের কানমারী প্রণবানন্দ গ্রামীণ সেবাকেন্দ্রে ত্রিশূল পূর্ণিমা ও সঙ্ঘদর্শন পাঠের মাধ্যমে শতশত ভক্তনিয়ে বিশেষ অনুষ্ঠান পালিত হয় ৷

More from CultureMore posts in Culture »
More from GeneralMore posts in General »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *