নিউজ স্টারডম: কলকাতা, ২৫ জুন ২০২০, গ্রেট প্লেসেস টু ওয়ার্ক ইনস্টিটিউট এর পরিসংখ্যান অনুযায়ী ভারতের সর্বশ্রেষ্ঠ ১০০টি কর্মক্ষেত্র এবং বিল্ডিং তৈরীর উপকরণ উৎপাদক সংস্থা হিসাবে স্থান করে নিয়েছে শ্রী সিমেন্ট। গ্রেট প্লেস টু ওয়ার্ক® এর স্বীকৃতি ও অনুমোদন প্রতিটি সংস্থার কাছে বিশেষভাবে মূল্যবান। এই সংস্থার থেকে স্বীকৃতি পেতে প্রতিষ্ঠিত সংস্থাগুলি সর্বদা আগ্রহী। বিশ্বব্যাপী নিয়োগকর্তাদের কাছেও এই সংস্থার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। গ্রেট প্লেস টু ওয়ার্ক® কে উন্নত কর্মপরিবেশ নির্ধারণের ক্ষেত্রে “গোল্ড স্ট্যান্ডার্ড” এর সম্মান দেওয়া হয়ে থাকে। প্রতিবছর সারা বিশ্বের ৬০ টি দেশের ১০০০০ এরও বেশী প্রতিষ্ঠান এই সংস্থার স্বীকৃতি লাভের জন্য আবেদনপত্র জমা দেয়।
এইবছর ভারতবর্ষে ২১ এর বেশী শিল্পক্ষেত্রের প্রায় ১০০০ টির অধিক কোম্পানীর ২.১ মিলিয়ন কর্মচারী গ্রেট প্লেস টু ওয়ার্ক® এর কাছে আবেদন জানায়। যেগুলির মধ্যে প্রথম ১০০ টি নির্বাচিত হয়। সংস্থার খ্যাতি, পরিচালনার ক্ষেত্রে কতটা বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন, নিয়মনীতি ও কার্যপদ্ধতির সততা, কর্মীদের সম্মিলিত কর্মোদ্যোগের নমুনা, এইসমস্ত যাবতীয় বিষয়ের উপর ভিত্তি করে আবেদনকারী সংস্থাকে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। স্বীকৃতি প্রদানের জন্য আরও যে সমস্ত বিষয়গুলিকে বিশেষ প্রাধান্য দেওয়া হয় সেগুলি হল, কর্মীদের সন্তুষ্টি এবং সুস্থ কাজের পরিবেশ।
শ্রী সিমেন্ট ধারাবাহিকভাবে বেশ কিছু বছর ধরে গ্রেট প্লেস টু ওয়ার্ক® এর অনুমোদন লাভ করে চলেছে। পণ্য প্রস্তুতকারী সংস্থা হিসাবে প্রথম পাঁচে স্থান করে নিয়েছিল শ্রী সিমেন্ট। ২০১৮ সালে ভারতীয় কোম্পানীগুলির মধ্যে প্রথম ১০০ টির মধ্যে নিজের নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিল শ্রী সিমেন্ট। ২০২০ সালে ভারতের সিমেন্ট ও বিল্ডিং প্রস্তুতকারী উপকরণ তৈরীতে প্রথম ১০০টি সংস্থার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে শ্রী সিমেন্ট।
সাম্প্রতিক ‘নিউ নর্ম্যাল’ পরিস্থিতিতে ভার্চুয়ালি আয়োজিত একটি ভিডিও কনফারেন্সে ১৯শে জুন গ্রেট প্লেস টু ওয়ার্ক® সংস্থার পক্ষ থেকে অনুমোদনপ্রপ্ত সংস্থাগুলির নাম ইউটিউবে প্রকাশিত হয়। আবেদনকারী সংস্থার সকল কর্মীবৃন্দ এই ভিডিওটি সহজেই দেখতে পারেন।
শ্রী সিমেন্টের পক্ষে এই স্বীকৃতি বিশেষ গর্বের বিষয় এবং সকল কর্মচারী তথা স্টেকহোল্ডারদের বিশ্বাস ও ভরসার সাক্ষ্যবহন করছে।
ভারতের ১০০ টি সর্বোৎকৃষ্ট কর্মক্ষেত্র তথা সিমেন্ট উৎপাদন কেন্দ্র হিসাবে স্বীকৃতি পেল “শ্রী সিমেন্ট”…………..
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment