ডাঃ অমিতাভ ভট্টাচার্য্য : ধনুশকোটি ১৪ জানুয়ারি, ২০২৫। রামেশ্বরম থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের শেষ প্রান্ত ধনুশকোটি। দুপাশে সমুদ্র, মাঝখান দিয়ে পিচ ঢালা পথ।
আমরা গিয়ে একদম শেষ অংশে পৌঁছলেই উল্টোদিকেই শ্রীলংকার স্থল ভুমি দেখা যাচ্ছে। কথিত আছে সীতা উদ্ধারের জন্য শ্রীলঙ্কায় যখন রামচন্দ্র গিয়েছিলেন তখন হনুমানকে নির্দেশ দিয়েছিলেন, এখানে সেতু তৈরি করার জন্য যার নাম রাম সেতু।এখন নাকি সেটি সমুদ্রের তলায়!
পঙ্গোল উৎসবে মেতে উঠেছে মাদুরাই রামেশ্বরম।
Be First to Comment