নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৭ আগস্ট, ২০২৩। ব্রেথওয়েট অ্যাণ্ড কোম্পানী লিমিটেড সংস্থার বাণিজ্যিক কার্য্যালয় ও কলকাতার কার্য্যালয় সংস্থার বিত্ত বিভাগের নির্দেশক কল্যাণকুমার কোয়ারী-কে সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন সংস্থার অধ্যক্ষ ও ব্যবস্থাপক নির্দেশক সেলিম জি পুরুষোত্তমন।
অপরদিকে সংস্থার ‘অ্যাঙ্গুস ওয়ার্কস’-এ জাতীয় পতাকা উত্তোলন করেছেন সংস্থার জিএম (আই/সি)-এডাব্লু পি কে সিনহা এবং সংস্থার ‘ওয়াগন রিপেয়ার শপ’-এ জাতীয় পতাকা উত্তোলন করেছেন সংস্থার সিপিও সরোজকুমার সেনাপতি।
সংস্থার বাণিজ্যিক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে সেলিম জি পুরুষোত্তমন কর্মচারীদের উদ্দেশ্যে নিজের বক্তব্যে জানিয়েছেন, “কয়েক বছর ধরে ভারত সরকারের আহ্বানে ‘মেক ইন ইণ্ডিয়া’, ‘আত্মনির্ভর ভারত অভিযান’-এর অঙ্গ রূপে ডিআরডিও, এইচএসএল, এমইএস, ডিভিসি-র মতো নানান প্রতিষ্ঠানের সাথে সাফল্যের সাথে সমান ভাবে কাজ করার সুযোগ পেয়েছে।”
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংস্থার অধ্যক্ষ তথা ব্যাবস্থাপক নির্দেশক-এর শ্রীমতি লীনা ভি এবং বিত্ত বিভাগের নির্দেশকের শ্রীমতি অর্চিতা কোয়ারী সংস্থার সকল আধিকারিক ও কর্মচারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
Be First to Comment